ক্রমাগত রক্তপাতে তপ্ত হতে হতে
চিনে নিলে নিরাকার ছক আর ছবি
কতটুকু জানে বল ঘর-ছাড়া কবি
কার্নিশের কোণে ঝুলে আছে কোনো মতে
নিরালম্ব শব্দ আসে স্তব্ধ কোনো রাতে
কিছু তার অভিমান – কিছু ছেলেখেলা
চোখের আড়ালে ছোটে সময়ের ভেলা
মৃত্যু জানি সুনিশ্চিত নিষাদের হাতে
নিদ্রাহীন রাতে যদি বৃষ্টি ঝেঁপে আসে
কান পেতে শুনি তার অপরূপ গান
বিন্দু বিন্দু জলকণা রাতের বাতাসে
রেখে যায় বর্ণহীন কিছু অভিমান
বিবাগী কাঙাল কবি শব্দ ভালোবেসে
দর্পণের প্রতিবিম্বে খুঁজে চলে প্রাণ!