তির তির করে বয়ে চলেছে নদীটা ।
মৃদু মন্দ ছন্দে সন্ধ্যে হয়ে আসছে ।
কাছে দূরে পাহাডের রং বদলাচ্ছে ।সবুজ থেকে গাঢ় সবুজ ….তারপর কালচে সবুজ ।
পশ্চিমাকাশের সিঁদূর টিপটা একটু গড়িমসি করছে লম্বা পাড়ি দেওয়ার জন্য ।
প্রকৃতি …পাহাড় নদী সমুদ্র আমায় খুব টানে ….আমার খুব আপন মনে হয় এদের …ওরা আমার মনকে কখনো খারাপ হতে দেয় না এরা থাকে এদের নিজের নিয়মে ….তাই মিশে যেতে ইচ্ছে করে এই প্রকৃতির কোলে ….পাখী হয়ে উড়ে যেতে ইচ্ছে হয় সীমাহীন আকাশের নীলিমায় ….আবার আঁকাবাঁকা পথ ধরে কোন এক নিরুদ্দেশের দিকে ধান ক্ষেতের সোনালি আল বেয়ে যেখানে মাটি প্রকৃতি আর আকাশ মিলে মিশে এক হয়ে গেছে ….সেখানে আমার মায়ের কোলের মতো আরাম আছে ।