রক্ত বমি, চাপা কান্না।।
আমি নামি ক্যানভাসে।।
তুই চোখ বুজেই ভালো,
অথবা তেতো আকাশে।।
তুই, কাব্যি লিখে নিলচে থাকিস,
নোংরামিটাও বাঁচিয়ে রাখিস,
আগুন পোড়ে সেই আঁচে জানি।।
নষ্টামিও প্রেম হয়, মানি।।
আমি আকাশ ভরে মেঘ ডেকে আনি।।
শহর জুরে বৃষ্টি এল,
তোর গন্ধ মাখি তাই।।
সবার ঠোঁটে নোন্তা হলি,
আর আমার বেলায় ছাই ??
আমি নামি ক্যানভাসে।।
তুই চোখ বুজেই ভালো,
অথবা তেতো আকাশে।।
তুই, কাব্যি লিখে নিলচে থাকিস,
নোংরামিটাও বাঁচিয়ে রাখিস,
আগুন পোড়ে সেই আঁচে জানি।।
নষ্টামিও প্রেম হয়, মানি।।
আমি আকাশ ভরে মেঘ ডেকে আনি।।
শহর জুরে বৃষ্টি এল,
তোর গন্ধ মাখি তাই।।
সবার ঠোঁটে নোন্তা হলি,
আর আমার বেলায় ছাই ??