রঙিন

হাজার রঙের মিলনে –
রঙিন এ মন ,
বলে যায় কত কথা –
ভরে দেয় কত রঙ ।

                       সাদা কাগজের পাতা –
    ভরে কলমের খোঁচায় ,
কিম্বা ভরে ওঠে –
আঁকিবুঁকি রঙ পেন্সিলের ছোঁয়ায় ।

মন চায় বলতে –
জমানো কত কথা – কত ব্যথা ,
কিছু ভাষা পায় –
কিছু বা রয়ে যায় হয়ে ভাষাহীনা ।

                          কত সম্পর্ক যায় ভেসে –
     বেমালুম মিথ্যার জোয়ারে ,
দিন যায় রাত আসে –
সময়ের চক্রবূহ্যে স্মৃতি বয়ে নিয়ে ,
                          ফেরে সম্পর্ককে ।

কখন বা কত কথা –
ভিড় করে জমা হয় কলমের ডগায় ,
মন বলে থাক সব –
হয়তো বা জগত করবে কাঁটাছেড়া ,
              সে লেখার ।

কখন বা মন পায় ফিরে –
          হারানো সেই বন্ধুকে ,
কত কথা লেখা হয়ে –
   চায় খুলে দিতে হৃদয়ের ,
                      খুশীর দুয়ার কে ।

কলম আর কালীর ছোঁয়ায় –
সাদা পাতা রঙ পায় ,
তবু এ মন প্রশ্ন করে –
সত্যি কি ভরেছে রঙ ,
সাদা ঐ পাতায় ।।

Avatar

Rinku Debnath

আমি রিঙ্কু দেবনাথ .... husband এর চাকরী সূত্রে প্রতি তিন চার বছর পর পর এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়ালেও মনে প্রণে পুরোপুরি বাঙালি ও পাকা গৃহবধূ । কাজের ফাঁকে ফাঁকে একটু আধটু লেখাটা আমার সখ......তবে অনভূতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করি লেখাতে - বানিয়ে খুব একটা লিখতে পারি না । জীবন কে খুব হালকা ভাবে নিতে ভালোবাসি ... 'গতকাল' কে শিক্ষা হিসেবে মনে রেখে 'আজ' কে বাঁচতে ভালোবাসি .... আগামীকাল নিয়ে খুব একটা ভাবি না .... ভীষণ আনন্দ করতে প্রাণ খুলে আড্ডা মারতে পছন্দ করি । তোমাদের মাঝে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে .... অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাগাজিনের কতৃপক্ষকে --- আমাকে তথা আমার লেখাকে সবার মাঝে নিয়ে আসার জন্য ।

More Posts

Related posts

Leave a Comment