দূরবীন

best-binoculars-0

উলটেছ পাতা কিছু

বিস্মৃত এক ধূসর পাণ্ডুলিপি;

পুরনো বট-এ উইঢিপি যেন।

ছাতে বসে লাটাই-এর টান,

নাড়ীতেও টান কিছু বুঝি;

দূর নীলে সুতো ছিঁড়ে ঘুড়ি-

শৈশব ডাক দিয়ে যায়।

অ্যান্টেনা, কাক ডাকে সভা-

ফেরিওয়ালা বেলফুল হাঁকে,

দুপুরের নির্জন চিরে

গাঙচিল ডাক দিয়ে যায়।

ওপাশের কার্নিশ ধারে,

ভিজে চুল বুক ভরে দেয়;

কল্পনা গভীর অসুখ,

স্বপ্নেরা মেলেনা কখনো।

Avatar

Ayan Banerjee

A doctor by profession, who spends most of his time in treating critically ills in ICU. He is also a romantic poet by heart, an amateur singer and photographer. Also loves travelling and exploring new countries.

More Posts

Related posts

Leave a Comment