”ঠিক করে বসো সোনা ! আর কতবার শেখাবো যে মেয়েদের নীচু হয়ে বসতে নেই ! অতো ঝুঁকে বসো কেন তুমি ? বারবার বারণ করা সত্ত্বেও গলা বারো জামা গুলোই তুমি কেনো কেন বলতো !”এরকম কথা গুলোর সম্মুখীন হতে হয় আমাদের অনেকেরই রোজ ! রাস্তাঘাটে ‘ বুক ‘ প্রসঙ্গে শুনতে হয় , উফফ কি লাগছে ! ফুল ডবকা মাল ! এরকম আরো কত কি ! যদিও আলোচিত ‘বুক’ বিষয়ে পুরুষদের প্রতি ভগবান একটু কার্পণ্য করেছেন বটে ! না হয় মেয়েদের একটু বেশিই দিয়েছেন তাই বলে চারিদিকে এতো গরম হাওয়া ? সহ্য করা যায় বলুন?
জন্মালাম একইভাবে (একই Shape-এ), একটু বয়েস বাড়াতে শারীরিক পরিবর্তনের দরুন এই নিদারুণ অত্যাচার ?
মেয়েদের বুক বড় হলেই লোভ এক্কেবারে জিভের ডগায় ! বলি ওই বস্তুটি তো ছেলেদেরও থাকে বইকি ! একটু বেশ মাংসপিন্ড আর আপনি ‘মা’ থেকে ‘মাল’ হয়ে যাবেন নিমেশে ! ভারী অদ্ভুত !
আমার তো গরমকাল পড়লেই ইচ্ছে হয় সেন্ডো গেঞ্জি পরে থাকতে সেখানেও বাধ সাজলো এই বুক ! উপরন্তু সমস্যার সমাধান বার করার চেষ্টা করেছেন যারা তারা কেউ অসভ্য বা অভদ্র ‘মেয়েছেলে’ নামের তকমা কুড়িয়েছেন !
আবার ধরুন অন্তরঙ্গ মুহূর্ত , সেখানেও কিনা বলির পাঁঠা আপনার ‘বুক’ ! মজা নেওয়ার ছলে বক্ষ মর্দন ! সেটাই বা কাহাতক সুখকর ?!
এটাও মানতে হয় , মাতৃত্বের পর দুগ্দ্ধপানের সুযোগ অবশ্য আমরাই পাই ! যদিও বাচ্চা যদি বাবার দুধ খেয়ে মানুষ হয় তাহলেও বিষয়টা এমন কিছু সমস্যার নয় !
প্রায় সবেতেই এই ‘বুক সমস্যা’ ঘোরতর সমস্যা হয়ে উঠছে দিনদিন !
এই বুক বাঁচানোর লড়াইয়ে হাঁপিয়ে উঠেছি আমরা !
ততদিন পর্যন্ত আমরা বরং বুক ঢাকায় তৎপর হই !!!!
Wonderfully written