প্রবাহ

সময়ের বুকের উপর বয়ে চলেছে
এক নতুন প্রেমকাব্য,
বাতাসের উপর ভেসে বেড়াচ্ছে
কিছু খন্ড শোক…

কাল সূর্যোদয়ের সাথে বদলে যাবে
তোমার পথ ;
আমিও নতুন পথের পথিক হয়ে
পেরিয়ে যাবো অপার্থিব সব দেশ-কাল।
গাঙচিল হয়তো আমার দিকে না তাকিয়ে
ডুবে যাবে জলের আঁধারে,
পানকৌড়ির রক্ত মিশে যাবে সন্ধ্যার মেঘে।
অতীত স্মৃতি পুরানো শিবতলা
আমার পড়ার ঘর এই নির্জন বর্ষায়
ভিজবে উদাসীন পথিকের মত আবহমান,
ততক্ষণ হয়তো প্রেমকথার সমস্ত অধ্যায় হারিয়ে
যাবে কারুর বুকের চাপা অভিমানে …..

rain-933490_960_720

Avatar

সৌরভ আহমেদ সাকিব

বর্তমান পেশা: হাইস্কুল শিক্ষক। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাক্তন ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়

More Posts

Related posts

Leave a Comment