
উপকরণঃ
- ইলিশ মাছ ৬/৭ পিস [কিউব করে কাটা],
- ছোট পেঁয়াজ ১টা,
- কাপ্সিকাম ১টা [কিউব করে কাটা],
- নুন স্বাদমত,
- লেবুর রস ১ টেবিল ছামচ,
- গোলমরিচ গুঁড়ো ২ চা-চামচ,
- ডার্ক সয়া সস ১ কাপ,
- রোস্টেড তিল ৪/৫ চা-চামচ,
- স্কিউয়ার ৩ টে,
- তিল তেল সামান্য [ব্রাশ করার জন্য],
- জল পরিমান মত
প্রণালীঃ
- একটা পাত্রে ইলিশ মাছ নিয়ে নুন,লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিন। ১৫-২০মিনিট ম্যারিনেট করে রাখুন।
- একটা পাত্রে জল,সয়া সস,রোস্টেড তিল নিয়ে ভাল করে ফুটিয়ে সস তৈরি করে নিন।
- স্কিউয়ারে ম্যারিনেট করা মাছের পিস গেঁথে একে একে পেঁয়াজ,ক্যাপ্সিকাম গেঁথে নিন।
- মাইক্রোওয়েভ আভেনে পাঁচ মিনিট গ্রিল করে নিন।
- আভেন থেকে বের করে তিল তেল ব্রাশ করে আরও পাঁচ মিনিট গ্রিল করে সয়া সসের সঙ্গে পরিবেশন করুন।
pic source: internet
Darun, eta bhetki diye aro bhalo lagbe.
Thanks Jayeeta
dekhe jib diye jol porche. Khub bhalo
Thanks Rajib