সিদ্ধ আলুর খোসা ছাড়াতে দেখেছি রবি কাকুকে, সেই ছোট্ট বেলা থেকে। যখন আমার কদম ছাট্ ছিল, এখন ওটা হেয়ার কাট হয়েছে, তবুও রবি কাকু এখনও খোসা ছাড়িয়ে যায়।। আলুর খোসা টা কবে যে প্রেমের খোসা হয়ে গেল বুঝে উঠতে পারিনি, শুধু তুই বলেছিলি প্রেম নাকি গোলা থাকে ওই বড় পাত্রটার টক্ জলে।। শুধু রবি কাকু কেন, সব খোসা ছাড়ানো কাকুর দোকানেই নাকি প্রেম পাওয়া যায়।। কিন্তু যাদের ছাড়ানো হচ্চে তাদের ও কি প্রেম পায়? তারাও তো ওই পবিত্র পাত্রে ডুব দিয়ে এসে তোর শাল পাতায় লাফ মারে, সাথে মসলা মেশানো নোন্তা…
Read MoreMonth: November 2016
প্রবাহ
সময়ের বুকের উপর বয়ে চলেছে এক নতুন প্রেমকাব্য, বাতাসের উপর ভেসে বেড়াচ্ছে কিছু খন্ড শোক… কাল সূর্যোদয়ের সাথে বদলে যাবে তোমার পথ ; আমিও নতুন পথের পথিক হয়ে পেরিয়ে যাবো অপার্থিব সব দেশ-কাল। গাঙচিল হয়তো আমার দিকে না তাকিয়ে ডুবে যাবে জলের আঁধারে, পানকৌড়ির রক্ত মিশে যাবে সন্ধ্যার মেঘে। অতীত স্মৃতি পুরানো শিবতলা আমার পড়ার ঘর এই নির্জন বর্ষায় ভিজবে উদাসীন পথিকের মত আবহমান, ততক্ষণ হয়তো প্রেমকথার সমস্ত অধ্যায় হারিয়ে যাবে কারুর বুকের চাপা অভিমানে ….. সৌরভ আহমেদ সাকিববর্তমান পেশা: হাইস্কুল শিক্ষক। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাক্তন ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়More…
Read Moreরেশটুকু থেকে যায়
গোলাপি বিকেল ধীরে ধীরে শেষ হয়ে যায়, মায়াময় পৃথিবীতে নামে সন্ধ্যা কুলায় ফিরে যায় পাখীরা শুধু ফেরে না নীড় হারা পথ হারা সেই পাখীরা এদের কূজন মিলিয়ে যায় আকাশের পারে …….রেশটুকু থেকে যায় এই পৃথিবীর বুকে ………!!!
Read Moreপাগল মন
অভিমানী রাত থমকে আছে আসবে নতুন ভোর; নতুন তালে বাঁধবে সে সুর; গড়বে নতুন কোনো স্বেচ্ছাচারী ডোর! গানের সুরে মাভৈ: বাণী; মন মাতানো ভাষা; রং বেরংয়ের ছবি এঁকে জানাবে ভালোবাসা! অতীতকালের ভগ্নঘরে; নগ্ন ভবিষ্যত; তোর সাথেই করবে খেলা তোর ছায়াপথ! একলাপথে কাকে খুঁজিস! ওরে পাগল মন; একলা চলায় সাহস লাগে; তা পায় রে কয় জন! একতারাতে স্বপ্ন বিধুর; তারে যেই না পড়ে টান; মন কারা ঐ সুরখানাতে মনব্যথী উচাটন! তার মাঝেতেই পাগল মনে যেই না ছন্দ ওঠে মন ভ্রামরী মধুর খোঁজে রামধনু রং লোটে!!
Read Moreজল পড়ে পাতা নড়ে
জল পড়ে, পাতা নড়েএই নিয়ে পদ্যলিখে ফেলে ভাবলামহলো অনবদ্যজল পড়ে জীবনেরজ্বালা করা বক্ষেপাতা নড়ে প্রলয়েরঝড়ে কি অলক্ষ্যেতবুও যে জীবনেরটুপটাপ ছন্দতার মাঝে পাই মোরাকত না আনন্দদুঃখ্ কে কেন মোরাকাছে টেনে সুখ পাইসুখ কে কেন যে মোরাচিনিতে পারিনা ভাইতাই বুঝি বারবারজীবনের খেলা ঘরেমনে মনে বলে উঠিজল পড়ে পাতা নড়ে……
Read Moreদহন জ্বালা !
প্রথমবার ওই আগুনের স্পর্শের সাথে আলাপ বে-পাড়ার এক শ্মশান ঘাটে , তারপর অবশ্য খুব কাছে দেখার সুযোগ আসে , সেটা ২০০৮, বারাণসী ঘাট ! হরিশচন্দ্র ঘাট , ছোটবেলায় আমরা বইতে পড়েছিলাম ‘The Burning Ghat’ এর গল্প , চাক্ষুস দেখার খিদেটা যদিও তখন থেকেই , টিভিতে কতবার দেখেছি কাঠ দিয়ে সাজানো বিছানার ওপর সাদা চাদর পাতা তার ওপরই একটা অসাড় দেহ , জাগতিক সব বিষয় থেকে দূরে বহুদূরে , নেই কোনো অনুভূতি ! আর তার চারপাশে কান্নার রোল …. হঠাৎ একটা আগুনের প্রবেশ অদ্ভুত থমথমে , কাঠের বিছানার একদম নিচ প্রান্তে ছোঁয়ানো হলো…
Read Moreবৃষ্টি এলো
ভারী গর্জনে ভাঙলো ঘুম, উঠলাম বিছানা ছেড়ে,ঘন কালো আকাশটাতে শুধু মেঘ রয়েছে জুড়ে।দু চার ফোঁটা শুরু হতে এক ছুটে ঘরের বাইরে,পিছন থেকে মায়ের ডাক ‘ঘরে চলে আয় রে’।ভিজবো বলেই ছুটেছিলাম হলো না আর ভেজা,মাতাল জলের ধারা বাইরে, ফিরলাম ঘরে সোজা।ঝরঝর করে পড়ে চলে অবিরাম বারিধারা,বই-খাতারা সব ডাকছে আমায় দেবো না কোনো সাড়া।বৃষ্টি থামলে দেখতাম জানালার ওই গ্রীল ধরে,চকচক করে মুক্তোর দানায় কচুপাতা রয়েছে ভরে।দরজাটা খুলে দেখি আমার বন্ধু রয়েছে দাঁড়িয়ে,কাগজের নৌকা বানিয়ে মোরা দিলাম জলে ভাসিয়ে।’রেইনি ডে’ –এর ঘোষণায় আজ স্কুল হয়েছে ছুটি,কাল শুনবো না কোনো কথা ভিজবো বলে রাখি।
Read Moreসময়
হঠাৎ করে সময় এসে, চোখ বাঁকালো নতুন বেশ এ।। ও চোখ আমি চিনি।।। যা রয়ে গেছে তোর মেয়ে বেলার ঠোঁট ঘেঁষে , পুরানো কিছু মন খারাপ আর, রয়ে গেছে তোর এঁটো কিছু কথায়, যেভাবে তুই কবিতায় রঙ লাগাতিস এসে, বুঝতে পারিনি, সময় কিভাবে উঁকি দিত আমার কলম এ।। আমার বেঁচে থাকার এলেম এ, এসব তো তোর ই, তোর ই দেওয়া যত কিছু, আর আমি দিয়েছি।।। হ্যা, দিয়েছি তোকে কান্না।। তাছাড়া আর কিছুনা, কিচ্ছুটি না আমি জানি, আমি জানি কিভাবে বাস এ টিকিট কাটতিস, বসতে বলতিস লেডিস সিটে, তোর আঁচল ঘেঁষে।।।…
Read Moreদীপ্তেন্দুকে
দীপ্তেন্দু, জানি তোমাকে না জানিয়ে এসেছি বলে এক আকাশ অভিমান জমে আছে তোমার সমস্ত শরীর মন জুড়ে , কিন্তু এও জানি তুমি পারবে না আমার ওপর অভিমান করে থাকতে । এতোদিনের এতো দুঃসাহসের ভালোবাসায় এটুকু আমি নিশ্চিতভাবেই জেনেছি , বহমান রক্ত যেমন আপনস্রোতে ভেসে যাবে প্রাণস্পন্দন থাকা অবধি , তুমি আমাতেই এসে মিশবে হাজার হাজার অভিমানের পরেও , হাজার হাজার মাইল দুরত্ব অতিক্রম করেও । এই বিশ্বাস-ই তো আমাদের ভালোবাসা – তাই না দীপ্ত । কংক্রিটের জঙ্গল আর সেই জঙ্গলের বনমানুষের ( তথাকথিত সামাজিক ভাষায় সুসভ্য ও সুপ্রতিষ্ঠিত ব্যক্তিগণ…
Read Moreজানা অজানার পথে – মেঘ আর কুয়াশার সাথে
আগের পর্বে জানা অজানার পথে / জোঁকের সাথে র পর লামেহেধুরা থেকে।………. লামেধুরা থেকে ভ্যালি তে নামতে যাবো এমন সময় হটাৎ সেই মেমসাহেব এর সঙ্গে দেখা। চিত্রে তে উনি ও একই হোম স্টে তে ছিলেন এবং টুক টাক আলাপ ও হয়েছিল। দুজনেই ইংলিশে সুপ্রভাত বললাম , জানলাম উনি উপরে যাচ্ছেন, মানে এই সময় টুম্বলিং পর্যন্ত যাবার অনুমতি আছে। তাই উনি পিঠে ঝোলা নিয়ে হাঁটা লাগিয়েছেন। আমাকে জিজ্ঞাসা করায় আমি আমার ভোর বেলা থেকে অভিজ্ঞতা ও জোঁকআতংক র কথা বললাম। পাশাপাশি হাঁটতে হাঁটতে সেলফোনে কিছু ছবি ও দেখালাম । উনি ছবি…
Read More