স্মৃতি আসে,স্মৃতি যায়,
কিছু হাসি কান্নায়,
জীবন এগিয়ে চলে সময়ের স্রোত ধরে।।
স্মৃতির নৌকা লাগে জীবন স্রোতের ধারে।।
স্মৃতি কে সুধাই আমি।।
কেন পিছু ছাড়ো না?
কেন দূরে যাও না?
স্মৃতি শুধু হাসে,তবু ফিরে যায়না।
স্মৃতি, স্মৃতি, স্মৃতি।।
জীবনের প্রতিটি বাঁকে ছড়ানো আছে, আজস্র স্মৃতি।।
কিছু কথার,কিছু গানের।
কিছু ভুলে যাওয়া অভিমানের।
আজ তারা সবই ইতিহাস,
আর কিছু সময়ের পরিহাস।
তবু স্মৃতি আসে, স্মৃতি যায়।
জীবন এর এই রঙ বদলানো, নাগরদোলায়।।
কিছু হাসি কান্নায়,
জীবন এগিয়ে চলে সময়ের স্রোত ধরে।।
স্মৃতির নৌকা লাগে জীবন স্রোতের ধারে।।
স্মৃতি কে সুধাই আমি।।
কেন পিছু ছাড়ো না?
কেন দূরে যাও না?
স্মৃতি শুধু হাসে,তবু ফিরে যায়না।
স্মৃতি, স্মৃতি, স্মৃতি।।
জীবনের প্রতিটি বাঁকে ছড়ানো আছে, আজস্র স্মৃতি।।
কিছু কথার,কিছু গানের।
কিছু ভুলে যাওয়া অভিমানের।
আজ তারা সবই ইতিহাস,
আর কিছু সময়ের পরিহাস।
তবু স্মৃতি আসে, স্মৃতি যায়।
জীবন এর এই রঙ বদলানো, নাগরদোলায়।।