স্বপ্ন উড়ান

আকাশ বুকে উড়বো বলে ,
সাধ জেগেছে খুব।
ওই পাখীদের সঙ্গী হবো
যাবো অচীনপুর।
মেঘের সারি আদর দেবে
বলবে মুচকি হাসি,
আমাকেও তোর সঙ্গে নিবি?
আমিও আকাশ বুকে ভাসি!
সূয্যি যখন আবীরে রাঙিয়ে দিল মুখ,
আহা! কি অচেনা মায়া !
তাতেই অলীক সুখ!
রাত্রিসুখে মোহিত হবো
তারার দেশে গিয়ে,
তাই যে আমার মন মাধুরি
দিচ্ছে সপ্তনদী পাড়ি,
ব্যাথার কথা ব্যাথাই জানুক
আজ ব্যাথার সাথেও আড়ি!
এ যে আমার ব্যর্থ হিয়ার
সার্থক অভিলাষ,
দিগন্তে তাই রঙের নাচন ,
চলছে মনমাতালের
মন হারানোর মাস!
আজ তাই সব ছেড়ে
ওই আকাশ বুকে
কাটাবো দিন সুখে।
আমি আমার মন কেমনের
রাত্রি দেবো মুছে!
সবকিছুর দিক্ ভুলিয়ে
উড়তে চাই দিক্ বিদিক্,
ঘুচিয়ে দিয়ে অতীত পুরাণ,
সফল হোক এ স্বপ্ন উড়ান,
জুড়াক ব্যাথার বুক !!
Sudeshna Banerjee

Sudeshna Banerjee

আমি সুদেষ্ণা ব্যানার্জী..... বর্ধমান নিবাসী..... বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর..... ভালোবেসে লিখি...... স্বপ্নের তরী লেখায় ভাসায়

More Posts

Related posts

Leave a Comment