কে কাকে এড়িয়ে চলে কে কাকে জড়িয়ে ধরে পথে
কে কাকে মাড়িয়ে চলে কে কাকে আঁকড়ে ধরে রথে
এ যেন গোলক ধাঁধা কে দেবে গোপনে বাধা রাতে
কার হবে পরাজয় ছিনিয়ে কে নেব জয় দাঁতে
সব যেন ভোজবাজি কে কত কাজের কাজি দেখা
জানি খুব কম পুঁজি তবুও তোমাকে খুঁজি একা
কে কাকে এড়িয়ে চলে কে কাকে জড়িয়ে ধরে পথে
কে কাকে মাড়িয়ে চলে কে কাকে আঁকড়ে ধরে রথে
এ যেন গোলক ধাঁধা কে দেবে গোপনে বাধা রাতে
কার হবে পরাজয় ছিনিয়ে কে নেব জয় দাঁতে
সব যেন ভোজবাজি কে কত কাজের কাজি দেখা
জানি খুব কম পুঁজি তবুও তোমাকে খুঁজি একা