“সবুজ স্মৃতি”

সময়ের সিঁড়ি বেয়ে    চলমান দিনগুলি
অতিদ্রুত প্রবাহিত হয়
শৈশবে মার কোলে ; কৈশোরে খেলাচ্ছলে
দিনগুলি বয়ে চ’লে যায়।

দেহে মনে যৌবন    গায় বসন্ত রাগ
দুদিনের ফাগুয়া অবসান
প’ড়ে থাকা বর্ধক্যে    ঝুলিঝাড়া হিসাবে
স্মৃতির পেটিকা ভরা বাকি সব ম্লান।

মার মুখে শোনা গান    মধুমাখা কলতান
কৈশোরে মারামারি কত
করেছি খেলার মাঠে,   পড়েছি যৌবনে প্রেমে-
ভিড় ক’রে আসে কথা যত।

ভেঙেছি পাখির বাসা    উড়িয়েছি পেটকাটি
ছিপ ফেলে মাছ ধরা দিন
তার চোখে হীরো হ’তে    সাইকেলে কেরামতি
হিয়া মাঝে আজো বাজে রিনি ঝিনি ঝিন্।

কালবৈশাখী ঝড়ে    আম কুড়োনোর ছলে
হাতে -হাত চোখে- চোখে কথা
পুরান দিনের স্মৃতি    সুধাময় কাব্যগীতি
অমলিন সবুজ সে গাথা।।

Avatar

Anindita Guriya

আমি অনিন্দিতা গুড়িয়া, দঃ ২৪ পরগনা-র ডায়মন্ড হারবার(প.ব.) -এর মেয়ে। বিবাহ সূত্রে দিল্লী নিবাসী কিন্তু মনে প্রানে একজন খাঁটি বাঙালী। স্বামী এবং দুই সন্তান কে সাথী ক'রে আর পাঁচজন সাধারন গৃহ বধূর মত সংসারের কাজের ফাঁকে মনের অবক্ত অনুভূতী গুলি প্রকাশের জন্য কলম কে করেছি সঙ্গী। যদিও লেখার সূচনা করেছিলাম স্কুলে পড়ার সময়। দিল্লী এবং পশ্চিম বঙ্গের বেশ কিছু পত্র- পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ কিছু কবিতা, গল্প। 2013 সালে 'সিস্টার নিবেদিতা স্মৃতি স্মারক' - সম্মানে ভূষীত করেছে ' সারা বাংলা রাইটার্স গিল্ড', বর্ধমান (প.ব.) ।

More Posts

Related posts

Leave a Comment