শূন্য মনে ভাবছি বসে
শূণ্যস্থানে তাকিয়ে
শূন্য কেমন বসে আছে
জীবন মাঝে জাঁকিয়ে।
বুদবুদ যে শূন্যে ভাসে
শূন্যগর্ভ সে যে হায়।
মহাশূণ্যের ওপার হতে
অসীম শূণ্যপানে ধায়।
সংখ্যার পরে শূণ্য বসে
লক্ষ, কোটি, নিযুত হয় ,
সংখ্যাটিকে সরিয়ে নিয়ে
শুধুই শূণ্য থেকে যায়।
শূণ্য কেন, শূণ্য কেমন-
এ বর্ণনা করা দায়,
এমনি করেই জীবন মাঝে
শূণ্যতা যে লুকিয়ে রয়।
Daroon kobita
Khub Sotti kothagulo
Bah!