শূণ্যস্থান

শূণ্যস্থান

শূণ্যস্থান
শূন্য মনে ভাবছি বসে
শূণ্যস্থানে তাকিয়ে
শূন্য কেমন বসে আছে
জীবন মাঝে জাঁকিয়ে।
বুদবুদ যে শূন্যে ভাসে
শূন্যগর্ভ সে যে হায়।
মহাশূণ্যের ওপার হতে
অসীম শূণ্যপানে ধায়।
সংখ্যার পরে শূণ্য বসে
লক্ষ, কোটি, নিযুত হয় ,
সংখ্যাটিকে সরিয়ে নিয়ে
শুধুই শূণ্য থেকে যায়।
শূণ্য কেন, শূণ্য কেমন-
এ বর্ণনা করা দায়,
এমনি করেই জীবন মাঝে
শূণ্যতা যে লুকিয়ে রয়।

 

Sanchayita Sanyal

Sanchayita Sanyal

ভালোবাসি বই পড়তে , ঘুরতে। হঠাত করে ছড়া এসে যায় মনে আর লিখে ফেলি। রবীন্দ্রনাথের জীবনদর্শনে উদ্বুদ্ধ হই, সারদা মা কে প্রতি মুহূর্তে উপলব্ধি করি। সবার উপরে আমার বাবা-মা আমার জীবনের সবচেয়ে বড় আদর্শ।

More Posts

Related posts

3 Thoughts to “শূণ্যস্থান”

  1. Avatar Monalisa Dey

    Daroon kobita

  2. Avatar Dwijen Barman

    Khub Sotti kothagulo

  3. Avatar Swati Goswami

    Bah!

Leave a Comment