প্রথমে শরীর থেকে
পৃথক করছি তোমার পোশাক
তারপর অনেক কষ্টে
তুলে নিয়েছি চামড়া
রক্তাভ মাংসের বিবর্ণ হাসিতে
লুপ্ত লিপির হাহাকার
তবু ধারালো ছুরির ম্যাজিকে
সমস্ত মাংস উধাও
শুধুই কংকাল কাঠামো
তোমার ২০৬ টি হাড় গুনে গুনে
থলিতে ভরেছি
শরীরের সম্পূর্ণ অ্যানাটমি
আমার হাতের মুঠোয়
কিন্তু এত চেষ্টা করেও
কোথাও তোমাকে খুঁজে পেলাম না
অথচ তোমাকে খুঁজে পেতেই
এই জটিল কষ্টকর শব ব্যবচ্ছেদ