রং নাম্বার

telephone-assessments

-হ্যাঁ রিমি, তুই কোথায়? এখনো পৌঁছাস নি, বস তো রেগে আগুন।-আপনি কে বলুন তো?

-দেখ এটা কিন্তু মজা করার সময় নয়, জানিস তো তুই আজ মিঃ গুপ্তা রা আসছেন আর তুই না থাকলে হবে কি করে! এই মিটিংটাই কিন্তু তোর প্রমোশনের জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

-আপনি তো অদ্ভুত মানুষ মশাই, কে আপনি। শুনুন এটা কোনো রিমির নম্বর নয়। নেক্সট টাইম ফোন করে আর ডিস্টার্ব করবেন না।

-হ্যালো!হ্যালো! কি রে কথা বল। যা ফোনটা কেটে দিল! আর এক বার কল করি।

-কতোবার বলবো বলুন তো এটা কোনো রিমি টিমির নম্বর নয়। উফফফ অসহ্য!

-কি রে তুই কি খুব ব্যস্ত আছিস? রোহিত আছে বুঝি সঙ্গে? তোর ফোনটাও বন্ধ। তোর বাড়িতে ফোন করে এই নম্বর টা জানলাম। বলা নেই কয়া নেই রাতারাতি নম্বর চেঞ্জ করে ফেললি। ঝগড়া করেছিস রহিতের সঙ্গে? কিরে কিছুতো বল। যা আবার ফোনটা কেটে দিলি।

-অসহ্য! সকাল সকাল মাথা টা খারাপ করে দিল। যেই মেয়ের গলা পেলো, এমনি লেগে গেলো বার বার ফোন করতে। এই সব রং নম্বর গুলো যে কোথা থেকে আসে! নম্বর টা কে রিজেক্ট লিস্ট করতে হবে।

-রিমিটা তো অদ্ভুত, কি যে হয় মেয়েটার বলা নেই কওয়া নেই, হঠাৎ করে ডুব মারলো। ফোনেও কিছু বললো না। বশ তো এখুনি অফিস মাথায় তুলবেন।কিন্তু এই গলা…

ধুর কি যে ভাবি আমি, না না। না, যাই রিমির আসতে আসতে কাজটা একটু এগিয়ে রাখি।

-মর্নিং অপু।

-তুই! এতবার ফোন করলাম, কি সব বলছিলি তুই, ছিলিটা কোথায়?

-ফোন? তুই? সকাল সকাল কিছু খেয়েছিস বুঝি!

-মানে? আমিতো তোর ওই নতুন নম্বরটাতে ফোন করলাম। তোর কাজের মেয়েটা দিল।

-আমিতো তোকে আমার নম্বরটা এফবি তে ইনবক্স করেছি, দেখিস নি তুই? কাল অফিস থেকে বাড়ি ফেরার সময় ফোনটা হারিয়ে ফেলেছি। নতুন ফোন কিনে তোকে ম্যাসেজ করলাম। তোর নম্বর নেই তাই ফোন করে জানাতে পারিনি।নিশ্চই ভুলভাল নম্বর লিখেছিস।

-কিন্তু এতোক্ষন ছিলি কোথায়?

-আর বলিস না, ওই রোজের ট্রাফিক, আজ তো মিটিং না মিছিল কি সব ছিল, তাই দেরি। বাই দ্যা ওয়ে তুই তাহলে কাকে ফোন করেছিলি?

-জানিনা কিন্তু গলাটা…

-খুব চেনা তাই তো? তোর যে মাঝে মাঝে কি হয়!

-কিন্তু শোন না প্লিজ।

-কোনো কিন্তু নয়, আপাতত মিটিং উইথ গুপ্তা।

-হুমম

-উফফফ যাই হোক মিটিংটা শেষ হল। গুপ্তার খুব গুপ্ত ধন, কি বল অপু, তা না হলে এই প্রোজেক্টটা তে এতো ইনভেস্ট করতে রাজি হয়। ওই অপু শুনছিস! কি হয়েছে বলতো তোর?

-জানিনা রে, কিন্তু গলাটা খুব চেনা, সাধারন কোনো গলা নয়। কে বলতো?

-ভুত, বুঝলি। কিন্তু কিন্তু না করে আর একবার ফোন করে জেনে নে কে।

-ওই শোন না বিজি বিজি শোনাছে।

-তাহলে তোর রং নম্বর এর চাপে রিজেক্ট লিস্ট করেছে।

-কিন্তু।

-বাড়ি যা, আর কিন্তু কিন্তু করিস না। আমি পালালাম, রোহিত ওয়েট করছে। টা-টা।

-অন্য নম্বর থেকে ফোন করব এক বার! না না থাক।কিন্তু… এক বার ফোন করেই দেখি।

-হ্যালো, হুম বলুন, কি হল, কাকে চাই বলুন তো, চুপ করে আছেন যে, হ্যালো।

-ঋনি তুই!!!

-হ্যা…লো, কে??

-আমি, আমি অর্পন।

-অপু! হঠাৎ? এতো দিন পর! আর নম্বর টা!

-থাক না ও সব। ভুলতে পেরেছিস আমায়?

-ভুলে তো তুই গেছিস, ট্রেনিং এ চলে গেলি ব্যাঙ্গালোর, নম্বরটাও চেঞ্জ করে ফেললি। কতোবার তোকে ট্রাই করেছি, পাইনি তোকে।

-আর আমি বুঝি তোকে ফোন করিনি, কতোবার করেছি। নম্বর টা বন্ধ তোর।

-তুই চলে চলে যাওয়ার পর বাবা আমাদের সম্পর্ক্ টা জানতে পারে। বাধ্য হয়েছি সব কিছু করতে।

-এতো দিন পর তোর সঙ্গে কথা, প্লিজ ঝগড়া করিস না।

-হুমম, কেমন আছিস? বিয়ে করেছিস।

-হুম, দেখা করবি একবার? কাল বিকেলে আমাদের সেই পুরনো জায়গায়।

-মানে….. আচ্ছা হুম, কিন্তু ফিরবো তাড়াতাড়ি, মেয়েকে নাচের স্কুল থেকে আনতে হবে।

(সম্পর্কের ভীড়ে ভালোবাসা হারায় না)

images

Avatar

Utsab Maity

আমি লেখার চেষ্টা করি। ভালোবেসে সব কিছুকে ভালোবাসি। "মন ও জীবন" নামক একটি NGO এর সঙ্গে যুক্ত আছি। মানুষকে ভালোবাসতে ও সাহায্য করতে ভালো লাগে। আমি সামান্য মানুষ, এই বেশ ভালো আছি।।

More Posts

Related posts

Leave a Comment