মা April 24, 2017May 10, 2017 সৌরভ আহমেদ সাকিব খুব জ্বর এলে আমি রাজা হব। মাকে বলবো– গরম দুধ আর দু’আনার পাউরুটির কথা। আমার রাজা হওয়ার বয়স আঠাশ পেরুলো। এবার আমি প্রজা হব, তবে জ্বরটা খুলে রাখবো না। জ্বর খুললে আমার মা ও মাতৃভূমি ভীষণ আলাদা হয়ে যাবে…… সৌরভ আহমেদ সাকিববর্তমান পেশা: হাইস্কুল শিক্ষক। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাক্তন ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়More Posts