মা

খুব জ্বর এলে আমি রাজা হব।
মাকে বলবো–
গরম দুধ আর দু’আনার পাউরুটির কথা।
আমার রাজা হওয়ার বয়স আঠাশ পেরুলো।
এবার আমি প্রজা হব,
তবে জ্বরটা খুলে রাখবো না।
জ্বর খুললে আমার
মা ও মাতৃভূমি ভীষণ
আলাদা হয়ে যাবে……
Avatar

সৌরভ আহমেদ সাকিব

বর্তমান পেশা: হাইস্কুল শিক্ষক। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাক্তন ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়

More Posts

Related posts

Leave a Comment