সময় মতো দুজনের দেখা হলো
দেখা মাত্রই প্রেমে ভেজা দুটি চোখ আবেশ এ বিভোর ।
চাঁদের নয়নে হাত চাপা দেয় এক রাশ মেঘ
সেই ফাঁকে উষ্ণতার খোঁজে ভালোবাসা র বুকে মাথা রাখতে উদগ্রীব ।
হাতছানি দিয়ে ডাকে প্রেম ,
ঝড়ের গতিতে জল প্রপাত পাথরের বুকে আছড়ে পড়ে তার দয়িত এর জন্য ।
ঘন উষ্ণতার আদরে ঘনিভুত হয় এক ঘূর্ণাবর্ত, হারিয়ে যায় দহে ঘূর্ণাবর্তে র গহ্বরে ।
যেখানে আদি নেই, নেই অন্ত
আছে শুধু শাশ্বত প্রেম ।
ভালোবাসার মিলনে নব জন্ম হয় নদীর ।
সম্ভোগ শেষে নদী এঁকে বেঁকে বয়ে চলে আপন মনে ।
যে দিক দিয়ে যায় , তার দু ধারে গড়ে ওঠে বসতি ।
কেউ জানে না এ বসতি ভালোবাসার ফসল ।
