বহু বছর আগে যখন কলকাতায় থাকতাম আমার বাড়ীর পূবের বারান্দাটা ছিল আমার ভোর বেলার হাঁটার জায়গা । মৃদু স্বরে FM চালিয়ে বাংলা গান শুনতে শুনতে পায়চারি করতাম ।ভোরের মৃদু মন্দ বাতাস পাখীদের কলতান সব মিলিয়ে একটা ভাল লাগা সৃষ্টি হত মনের মধ্যে ।
রাস্তায় লোক চলাচল বাড়ত ….সব্জি নিয়ে দোকানীরা কাছের বাজারে যেতো Morning walker রা ফিরতে শুরু করত ।তখন আমি এক কাপ চা নিয়ে বসে বসে দেখতাম ঐ সব দৃশ্য
রোজই দেখতাম একটি অল্প বয়সি মেয়ে বিবাহিতা অফিসের ব্যাগ কাঁধে নিয়ে চলেছে বড় রাস্তার দিকে ।পেছন পেছন একটি ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে একটি আয়াও যেতে থাকত ।মেয়েটি কয়েক পা হাঁটত আর ফিরে ফিরে দেখত বাচ্চা টি কে আর হাত নাড়ত বাচ্চা টাও খুব খুশী হয়ে হাত নাড়ত কোন কোন দিন গম্ভীর হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকত ।আমার খুব কষ্ট হত দেখে …….আহারে মায়েরও কত কষ্ট বাচ্চাটি কে কোল ছাড়া করে অফিসের পথে চলে যেতে হত রোজগারের আশায়।
তারপর আমিও ভেতরে চলে আসতাম সংসারের নানা কাজে ব্যস্ত হয়ে পড়তাম ।কিন্তু তারই ফাঁকে যখনই বারান্দায় যেতাম দেখতাম আয়াটি সারাদিন বাচ্চাটি কে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে ।একদিন আমাদের বাড়ীর সামনে ওকে কোলে করে দাড়িয়ে আছে হঠাৎই বাচ্চা টি আমাকে দেখতে পেয়ে এক গাল হাসল আমিও তখন থেকেই ওর বেশ চেনা হয়ে গেলাম। আমি হাত নাড়তাম ঈশারা করে কথা বলতাম……আয়াটিও আমায় চিনে গেছিল ।
কিন্তু ওকে নিয়ে সারাদিন রাস্তায় কেন ঘোরে বুঝতে পারতাম না …..এর ওর তার বাড়ীতেও ঢুকে যেতে দেখতাম ।আমি একদিন হাতছানি দিয়ে ডাকতেই আয়াটি আমার তিনতলার flat e এসে বেল বাজাল ।আমি দরজা খুলতেই সে ঝাপিয়ে আমার কোলে চলে এল যেন কত পরিচিত ।আমি তো তখন এখান ওখান থেকে আমার ছেলেমেয়েদের পুরনো খেলনা ,ছবির বই ওকে দিতে লাগলাম একটু খাবারও দিলাম ।তারপর প্রায়ই আসত আমাদের বাড়ী ।আমার স্বামী রাগ করতেন বলতেন চেনা নেই জানা নেই একটা বাচ্চা অতক্ষন থাকে ওর মা বাবা কিছু ভাবতে পারে !!!!
আয়ার কাছে শুনলাম ওর বাবা বাইরে থাকে কদাচিৎ আসে আর ওর মা বেরিয়ে গেলেই ওকে আর ঘরে রাখা যায় না তাই সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় ৬-৬৩টা নাগাদ হঠাৎ এক একদিন চোখে পড়ত ওর মা ক্লান্ত পরিশ্রান্ত দেহে বাড়ীর দিকে যাচ্ছে ।
এই ভাবেই কিছু দিন কেটে গেলো ……বাচ্চাটি একটু বড় হয়েছে কিন্তু ও বাড়ী থাকবে না পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে ।আমি একদিন আয়াটি কে জিজ্ঞেস করলাম ওর মা জানেএই কথা ..মেয়েটি বলল না বৌদি ওর মা কিছু জানে না ভাবে আমার কাছে ও ভালই থাকে কিন্তু নিজের বাড়ীতে ও থাকতে চায় না শুধু কাদেঁ আর বাইরে নিয়ে যেতে ঈশারা করে ।
ওর বাবা কে কোনদিন দেখি নি মাকে রবিবার দেখতে পেতাম না বাচ্চাটি কেও না আমার খুব ভাল লাগত এই ভেবে আজ ও সারাদিন নিজের বাড়ীতে থাকবে ।
কিছু দিন পরে ওদের আর দেখতে পাই না ।গালে হাত দিয়ে দাড়িয়ে থাকি ওদের আশায় কত নতুন খেলনা কিনে এনেছি কিছুই আর দেওয়া হয় না ।
নাহ্ আর দেখতেই পেলাম না বাচ্চাটি বা ওর মাকে ।বাড়ীও চিনি না তাই মনটা খুব অস্থির লাগছিল ।আমার বাড়ীর কাজের মাসী কে খোঁজ িতে বলললাম …..সে অনেক ঘুরে খোঁজ আনল বাচ্চাটির মা single mother ছিল কিন্তু ওর স্বামী ওকে ছেড়ে গেলেও মাঝে মাঝে এসে খুব অত্যাচার করত আর ভয় দেখাত বাচ্চাটি কে নিয়ে চলে যাবে ।
তাই ওরা কোথায় চলে গেছে কেউ জানে না ।আজও মনের কোনায় ভেসেওঠে বাচ্চাটির মায়া মুখ আর কালো দুটি চোখ ………এখন তো ও অনেক বড় হয়ে গেছে তাই ভাবি ও এখন পেয়েছে একটা সত্যিকারেরর ঘর যেখানে ও থাকতে পারে ????????