শরতের পেঁজা তুলো মেঘ …..
ডাকবি নাকি আবার সেই
চেনা নামটি ধরে আমার ,,,,
আজ ও আমি বসে-শুনতে সেই ডাক –
যে মধুর শব্দে আজও আলোড়িত হয়-
শরতের পেঁজা তুলো মেঘ …..
দিবি নাকি একটু পরশ আমায় ,,,,,
যে পরশে শিহরণ তোলে –
এ মন – প্রাণ আমার ।
শরতের পেঁজা তুলো মেঘ …..
ঝরাবি কি বারি ধারা-
আমার ই উপর ,,,,
যে বারিধারায় সিক্ত এ মন – প্রাণ –
তোকে চাইবে-করতে আলিঙ্গন ।
শরতের পেঁজা তুলো মেঘ ……
এনেছিস কি শিউলির
মাদকতা ভরা সুমিষ্ট সুবাস ,,,,,
যে সুবাসে আবেশিত এ মন –
চায় শুনতে আগমনীর সেই গান ।
শরতের পেঁজা তুলো মেঘ …..
শুভ্র কাশের বনে –
দিয়েছিস কি দোলা আজ ,,,,
যে দোলায় ভেসে আসা ঢাকের শব্দে –
চিত্ত উদ্বেলিত করে আমার ।
হে মেঘ রাশি – আজও তোকে ভালোবাসি ….
বর্ষার বজ্র গর্ভ মেঘ কিম্বা শরতের পেঁজা তুলো –
একটি বার দেখ চেয়ে – প্রেমিকের পথ চেয়ে
আজও যে প্রতীক্ষারত আমি ।।।