অহংকার আমার রক্তে তোমার সুর বাজে ।
বড়ই ক্লান্ত আমি তোমার সুরের ওই মূর্ছনাতে ।
আজ সমস্ত অহংকার ঝেড়ে ফেলে ছুটি দিলাম তোমাকে, জানালাম চির বিদায় ।
মুকুরে র সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম, কেমন লাগছে নিরাভরণ নিজেকে !!
জিজ্ঞেস করলাম কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি ?কেমন করে ছিলাম আমি তোমাকে ভুলে ?
তুমি পিঠে হাত বুলিয়ে বললে ,
ছিলাম আমি ছোট্ট ছায়া হয়ে তোমারি পাশে পাশে ।
অহংকারে মত্ত তুমি খোঁজনি আমাকে ।
আজ তুমি নিরাভরণ , তাই এসেছি সহজ মানুষের অলংকার তোমার শরীরে একটি একটি করে পরাতে।