দুরবীন দিয়ে দেখেছি তোমায়
তোমার চশমার গ্লাস,
ভ্রুভঙ্গি কপালে অগোছাল
চুল, ঠোঁটে চাপা সিগারেট
এবং অস্থির হাতের মুদ্রা
এ সবই একটু একটু করে
এখন তোমাকে গড়েছে
কিশোরীর প্রেম ছুঁয়েছিল
যে হাতে, তা তখন ধরেছে
মাইক্রোফোন, ব্যারিটোন
ছড়িয়েছে মিডিয়ার শিরায়
শানিত বাক্য, চশমার ফাঁকে
তীক্ষ্ণ চাহনি বয়ে আনছে
অযুত তারিফ
দুরবীন দিয়ে এসবই
তোমার সঙ্গে দেখেছি
যদিও আমার পাশেই
বসে আছো, তবুও
দুরবীন দিয়ে দেখছি তোমায়