দুরবীক্ষণ

images

দুরবীন দিয়ে দেখেছি তোমায়

তোমার চশমার গ্লাস,

ভ্রুভঙ্গি কপালে অগোছাল

চুল, ঠোঁটে চাপা সিগারেট

এবং অস্থির হাতের মুদ্রা

এ সবই একটু একটু করে

এখন তোমাকে গড়েছে

কিশোরীর প্রেম ছুঁয়েছিল

যে হাতে, তা তখন ধরেছে

মাইক্রোফোন, ব্যারিটোন

ছড়িয়েছে মিডিয়ার শিরায়

শানিত বাক্য, চশমার ফাঁকে

তীক্ষ্ণ চাহনি বয়ে আনছে

অযুত তারিফ

 

দুরবীন দিয়ে এসবই

তোমার সঙ্গে দেখেছি

যদিও আমার পাশেই

বসে আছো, তবুও

দুরবীন দিয়ে দেখছি তোমায়

Avatar

Anindita Basu Sanyal

অনিন্দিতা বসু সান্যালের পড়াশোনার বিষয় ভাষাতত্ব, কিন্তু ভালবাসার ভুবন বাংলার কাব্যচর্চা ও রবীন্দ্রসঙ্গীত। গত দু’দশক ধরে ছোটো বড় লিটিল ম্যাগাজিন, বড় পত্রিকায় প্রকাশিত হয়েছে। হয়ে চলেছে তার অসংখ্য কবিতা। নিজের কাব্যচর্চার পাশাপাশি সহ-সম্পাদনা করেছেন ছ’শো বছরের বাঙালী মেয়েদের কবিতা সংকলন –‘দামিনী’।

More Posts

Related posts

Leave a Comment