আমার শহর কাঠফাটা রোদে জ্বলে পুড়ে খাঁক হয়ে যায়,
তাই মাঝে মাঝে বৃষ্টিদানারা এসে স্নান করিয়ে দিয়ে যায় আদর করে,
আবার বেঁচে ওঠে আমার এই শহর,
যুদ্ধকালীন তৎপরতায় সুখ দুঃখকে গায়ে মাখতে,
তাই আমিও এক একবার হঠাৎই থমকে দাঁড়াই-
এ শহরের সংগ্রামের তীব্রতাকে মেপে টেপে নি,
উদ্দেশ্যহীন ভাবে গলিঘুচিতে খুঁজে বেড়াই শান্তির আবেশ…
তাই মাঝে মাঝে বৃষ্টিদানারা এসে স্নান করিয়ে দিয়ে যায় আদর করে,
আবার বেঁচে ওঠে আমার এই শহর,
যুদ্ধকালীন তৎপরতায় সুখ দুঃখকে গায়ে মাখতে,
তাই আমিও এক একবার হঠাৎই থমকে দাঁড়াই-
এ শহরের সংগ্রামের তীব্রতাকে মেপে টেপে নি,
উদ্দেশ্যহীন ভাবে গলিঘুচিতে খুঁজে বেড়াই শান্তির আবেশ…