খুঁজে ফেরা

খুঁজে ফেরা

খুঁজে ফেরা


খুঁজে ফিরি তোমায়
অবিরত…..
একচিলতে আকাশের
মসৃণ কুয়াশায়
রাস্তার ধারের
সদ্যফোটা অজানা ফুলে


খুঁজে ফিরি তোমায়…..
সুর্যের প্রবল আক্রোশে
মেঠো পথের চৌচির বুকে
দিগন্তের শেষ সীমানায়


খুঁজে ফিরি তোমায়….
রং পাল্টানো মেঘে
ভালবাসার আর্তি নিয়ে
ঝরে পড়া বৃষ্টিতে


খুঁজে ফিরি তোমায়…..
কৃষ্ণচূড়ার আগুনবরণে
সবুজের হাতছানিতে
ঢেউয়ের অন্তরালে


খুঁজে ফিরি তোমায়….
কোন কবির যন্ত্রনায়
অনেক যত্নের শব্দচয়নে
তেলরঙে আঁকা ছবিতে


খুঁজে ফিরি তোমায়….
বাতাসে কেঁপে ওঠা দীপশিখায়
জোনাকির আনাগোনায়
জোৎস্নার তবকে


খুঁজে ফিরি তোমায়….
ডায়েরির লুকোনো পাতায়
সুরের অলিন্দে
বেপরোয়া অশ্রুর নীলছায়ায়

সেই তুমি…..
দুরে….. তবুও অনেক কাছে

 

সুচন্দ্রা মুখার্জী

সুচন্দ্রা মুখার্জী

সুচন্দ্রা মুখার্জী চন্দননগর হুগলী, ইন্ডিয়া। শিক্ষা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ছোট্ট থেকেই স্বপ্ন দেখতে ভালবাসা। সেই স্বপ্নেরই ফসল এইসব টুকরো লেখা।

More Posts

Related posts

2 Thoughts to “খুঁজে ফেরা”

  1. Avatar Suparna

    তোমার লেখা আমার খোলা জানালা । এভাবেই আরও আরও লিখে যাও।

    1. সুচন্দ্রা মুখার্জী সুচন্দ্রা মুখার্জী

      ভালোবাসা রইল… ভালো থাকিস

Leave a Comment