তৃষা : অনি কত রাত হল সে খেয়াল আছে ?
অনিকেত : কি করব – ঘুম আসছে না যে …..
তৃষা : বর্ষার ঠান্ডা হাওয়ায় এ ভাবে বারান্দায় এত রাতে দাঁড়িয়ে – ঠান্ডা লেগে যাবে অনি ….
অনিকেত : দেখ তৃষা কত দিন পর আজ আকাশটা তারা ঝলমলে, বহু দিন একটানা বৃষ্টির পর আজ আকাশটা মেঘ মুক্ত নির্মল – সব কটা তারা দেখা যাচ্ছে ……
তৃষা : কিন্তু হাওয়া টা তো ঠান্ডা, তোমার যে একটুতেই ঠান্ডা লেগে যায় অনি — তাছাড়া আজকাল তোমার সিগারেটের পরিমাণ টা বেড়েই চলেছে — তুমি না আমায় কথা দিয়েছিলে দিনে দুটোর বেশী নেবে না ….
অনিকেত : তৃষা আজ থাক না এসব কথা , কতদিন পর আমাদের দেখা হল — দেখ তৃষা তোমার লাগান গন্ধরাজ ফুলের গাছটা কত বড় হয়ে গেছে ….
তৃষা : হ্যাঁ অনি দেখছি তাই , আর একটু হলেই দোতলার বারান্দায় দাঁড়িয়ে ফুল তুলতে পারবে — তবে গোড়ায় অনেক আগাছা হয়ছে — বলাই দা কে বল পরিষ্কার করে মাটি টা আলগা করে খুঁচিয়ে দিতে …..
অনিকেত : না তৃষা ফুল আমি তুলব না — গাছ থেকে তুলে নিলে সেই গন্ধ সেই সৌন্দর্য যে আর থাকে না তৃষা — বরং রোজ এখানে দাঁড়িয়ে দেখব আর তোমার ভালোবাসা জড়ানো গন্ধরাজের গন্ধকে মনে প্রাণে মেখে নেব ……
তৃষা : আচ্ছা অনি বহু দিন তো হয়ে গেল, বিয়ে করবে কবে — কেউ তো দরকার তোমার দেখভালের — বলাই দার বয়েস হচ্ছে , তাছাড়া মাঝে মাঝে দেশের বাড়ি গেলে তোমার কত কষ্ট হয় — বাইরের খাওয়ার খেতে পারনা, অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে লিকুইড কিছু নিয়ে শুয়ে পড়তে হয়, আমার যে খুব কষ্ট হয় …..
অনিকেত : তুমি সব দেখ ?
তৃষা : ও মা দেখব না আবার — আমার ভালোবাসা কেমন আছে কি করছে, প্রতি মুহূর্তে তার নজর যে আমাকেই রাখতে হয় — তাই তো কষ্ট হয় কিছু তোমার জন্য করে উঠতে পারিনা বলে …..
অনিকেত : তবে কেন এ ভাবে আমায় একা করে চলে গেলে তৃষা — আমার যে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না ……
তৃষা : পাগলামি করে না অনি, সব কিছু কি আমার হাতে ছিল- তুমিই বল – তোমায় ছেড়ে যেতে কি আমার ও মন চেয়েছিল — দেখলে না যাওয়ার সময় শুধু তোমার নামই নিয়েছি …..
অনিকেত : কেন তৃষা কেন ????? যদি এভাবেই তোমায় ছেড়ে থাকতে হবে তবে ভগবান কেন আমাদের মিলিয়ে ছিলেন একসাথে …..
তৃষা : কে বলেছে অনি আমি তোমায় ছেড়ে আছি — আমি তো সবসময় তোমার সাথে আছি – তোমার ঢাল হয়ে তোমায় রক্ষা করে চলেছি প্রতি মুহূর্তে এবং করব ……
অনিকেত : কিন্তু আমি যে তোমায় দেখতে পাই না , কাছে পাই না তৃষা — আমার যে ভীষণ কষ্ট হয় ….
তৃষা : কেন অনি আমায় পাবে তুমি ঐ তারাদের মাঝে, পাবে গন্ধরাজের সুবাসে — মনের চোখ দিয়ে দেখ আমায় — দেখবে আমি আছি তোমায় জড়িয়ে ……
তৃষা ::: এবার আমায় যেতে হবে অনি — পূবের আকাশ লাল হয়ে আসছে — মিলিয়ে যেতে হবে দিনের আকাশের পিছনে , ঐ তারাদের সাথে — ভালো থেকো অনি — সিগারেট টা ছেড়ে দিও — বলাই দা কে বলে বাজার থেকে ছোট মাছ আনাবে, তোমার চোখের জন্য ভালো — আর বলবে তেল-ঝাল কম দিয়ে রান্না করতে , অনেক বেশী দিয়ে রান্না করে …. আর শোন, এ ভাবে রাত- জেগে কাটিও না — শরীরের ক্ষতি হয়ে যাবে —- আজ আসি অনি – আর সময় নেই —- ভালো থেকো অনি ………….
অনিকেত ::: আর একটু থেকে গেলে হতো না তৃষা – আর একটু – কিছুই যে বলা হল না তোমায় – আমি যে তোমায় খুব _____________ ।।।।।