
ওরে মেয়ে, কেন রে তুই দুলিস
হাসি কান্নার দোলায়
কখনো হাসি কখনো কান্নার পালা
সেই দিয়েই তো গেথেছি জীবনের মালা
সাদা মেঘের ভেলায় ভেসে কত না পথ চলা
আছে …ছিল এখনও আছে আনন্দ
শুধু নেই জীবনের সেই চাওয়া পাওয়ার খেলা
হাসি কান্নার দোলায়
কখনো হাসি কখনো কান্নার পালা
সেই দিয়েই তো গেথেছি জীবনের মালা
সাদা মেঘের ভেলায় ভেসে কত না পথ চলা
আছে …ছিল এখনও আছে আনন্দ
শুধু নেই জীবনের সেই চাওয়া পাওয়ার খেলা