সবাই ঠেসাঠেসি করে দাঁড়িয়ে , একটা বাচ্চা ছেলে গান ধরেছে।
“একবার বিদায় দে মা ঘুরে আসি…”
যাত্রী ১ – উফ! থাম তো! একে গরমে প্রান বাঁচানো দায়, তার উপর কানের কাছে পরিত্রাহি চিৎকার।
যাত্রী ২ – ওগো পুঁটির বাবা, কোথায় গেলে গো, দেখতে পাচ্ছি না…. কই তুমি?
যাত্রী ৩ – আরে আছি আছি। তুমি নিশ্চিন্তে বসো।
বাচ্চা ছেলে গান গাইছে – “শনিবার বেলা ১০ টার পরে….”
যাত্রী ৪- আরে আরে দাদা, একটু সামলে… করছেন কি…. ঠিক মতন দাঁড়ান না।
যাত্রী ৩ – অদ্ভুত তো! সেই সমানে আপনি আপনি ধাক্কা দিয়ে চলছেন, আর আমায় বলছেন?
যাত্রী ১ – অফিস টাইমে কেউ এত ব্যাগ পত্তর নিয়ে ওঠে না কী? বুদ্দি-শুদ্দি কিছুই নেই….
যাত্রী ২ – পুঁটির বাবা , কে তোমায় কি বলছে গা ? আসব না কি?
যাত্রী ৩ – আরে তুমি বসো তো; জীবন টা একেবারে শেষ হয়ে গেল। এটা পাব্লিক প্রপার্টি দাদা, আপনি বলে দেবেন না কি আমি কি কি নিয়ে উঠবো?
বাচ্চা ছেলে গান ধরেছে – “ ১২ লক্ষ ৩৩ কোটি, রইল মা তোর ব্যাটা-বেটি , মা গো”
যাত্রী ৪ – যা বলেছিস রে, মানুষ production এর তো আর কমতি নেই, সরকার একটু ট্রেন production বাড়ালে ভালো করত। আরে আরে … পা টা কে তো দেখবেন।
যাত্রী ১ – ওহ ! সরি। লাগলো বুঝি?
যাত্রী ৪ – না না দাদা, পায়ে আমি অ্যানাস্হেসিয়া দিয়ে রেখেছি। আপনি বরং আমার পায়ের উপরেই দাঁড়ান।
যাত্রী ২ – ও পুঁটির বাবা, তোমার আওয়াজ পাচ্ছি না তো…. নেমে গেলে না কি?
যাত্রী ১ – বৌদি, দাদা নেমে গেলে আর উত্তর দেবে কি করে?
বাচ্চা ছেলের গান – “একবার বিদায় দে মা ঘুরে আসি”
যাত্রী ২ – ওগো পুঁটির বাবা গো, কি বলছে দেখো এরা…. ভ্যা………
যাত্রী ৩ – কি হচ্চেটা কি? ট্রেনটাকে কি তুমি বাড়ী পেয়েছ? এখনও কোন স্টেশনে কি গাড়ী থেমেছে? আছি তো আমি। কি জ্বালা…..
যাত্রী ১ – দাদা, আপনি একটা কাজ করুন, একটু কষ্ট করে বউদির কাছে চলে আসুন।
যাত্রী ৩ – দাদা, দয়া করে আর কষ্ট বাড়াবেন না।
বাচ্চা ছেলের গান – “ হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে ভারতবাসী”
যাত্রী ৪ – সামনের স্টেশনে নামবো দাদা, একটু এগোতে দিন। আরে ভাই, একটু সরে দাঁড়ান না।
যাত্রী ৩ – দেখেছেন, আপনি কতটা জায়গা নিয়ে রেখেছিলেন; আপনি বেরচ্ছেন, আর জায়গা বেরোচ্ছে।
যাত্রী ৪ – মুখ সামলে কথা বলবেন। আপনি নিজে তো বিশ্ব হাড়গিলে। দেখেই মনে হচ্ছে অভাবের সংসার, খেতে পারেন না।
যাত্রী ১ – ঠিকই বলেছেন, আপনার মতন লোকেরাই বেশী বেশী খেয়ে দেশের অর্ধেক লোক কে না খাইয়ে রেখেছে।
যাত্রী ৩ – পুঁটির মা, রেডী হয়ে নাও, পরের স্টেশনেই নামবো।
বাচ্চা ছেলে – কাকু, পয়সা দিন….
যাত্রী ২ – ওগো, ট্রেনে কিন্তু ব্যাগ ট্যাগ বের করো না, চারদিকে পকেটমার।
যাত্রী ৪ – বৌদি, ভাববেন না। সব পকেটমার এতক্ষনে বুঝে গেছে যে দাদার সাথে আপনি আছেন।
যাত্রী ৩ – আমার ব্যাগ তো তোমার কাছে। রাখতে দিয়েছ কি আমায়?
যাত্রী ২ – চিৎকার করছ তো আমার উপর !! চলো বাড়ী, দেখাচ্ছি।
যাত্রী ১ – যান দাদা যান। বুঝেছি আমরা। আপনার সমস্যাটাই সবথেকে বেশী। অ্যাই ভাইলোগ, দাদা-বউদিকে যাবার রাস্তা করে দাও।
বাচ্চা – কাকু পয়সা –
যাত্রী ৪ – নে ভাই, একবার পুরো গানটা গেয়ে দে দেখি….. গলাটা তোর বেশ খাসা।
বাচ্চা গান ধরে ….. “একবার বিদায় দে মা, ঘুরে আসি….”