শনশন করে ভর দুপুরের মাঝে
হঠাৎ বইতে লাগলো জোরালো হাওয়া
পৃথিবীটা বুঝি একটু উঠল কেঁপে,
অচেনা দুলুনি বাড়াল ভয় পাওয়া ।
হঠাৎ বইতে লাগলো জোরালো হাওয়া
পৃথিবীটা বুঝি একটু উঠল কেঁপে,
অচেনা দুলুনি বাড়াল ভয় পাওয়া ।
হুড়মুড় করে বহুতল সিঁড়ি ভেঙ্গে,
প্রান বাঁচানোর আপ্রাণ চেষ্টা,
অচল নেটওয়ার্ক , প্রিয়জনেরা ঘরে,
এটাই কি শুরু পৃথিবীর শেষটার ?
পাগলী তখনও বুঝতে পারেনি কিছুই,
জীবনে কি তার ঘটতে চলেছে বদল,
এই ভূমিকম্পেরই প্রয়োজন ছিল…
তার বন্ধ ঘড়িকে আবার করতে সচল।
পৃথিবী কাঁপিয়ে প্রকৃতি তখন স্থির,
অস্থির মন ঘুরছে পায়ে পায়ে,
উপহার এল ঝিরঝির বৃষ্টি,
কফির দোকান নিরাপদ আশ্রয়।
সেদিন যেন চলছিলো চারিদিকে,
বদলে দেবার তুমুল ষড়যন্ত্র ,
অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই – চাই
জেতার জন্য অমোঘ এক মন্ত্র ।
গুটিপোকা থেকে প্রজাপতি নিল জন্ম
ক্ষুধার্ত মনে ভালবাসার স্পর্শ,
সেদিন বোধহয় ছিল একটা পঁচিশ ,
পাগলী পেল বেঁচে থাকার অর্থ ।