আজকে হঠাৎ…

sunlight-rays-through-clouds-wallpaper-2
আজকে হঠাৎ অজানা এক আজব কাণ্ড হল,
ট্রেনে করে ফিরছি দেখি আকাশ ছলছল ।
রক্তকরবী মেঘ এল, ঈশাণ হল কালো,
বারিধারা সপ্তসুরে অশান্ত রাগ সুধাল।
আমি বললাম ‘এখানে কেন ? যা না কোন দূর রেগিস্তানে’,
বৃষ্টিমামার বেজায় গোঁসা এহেন তড়িৎ প্রস্হানে ।
কানের কাছে ফিসফিসিয়ে কঠিন তার প্রশ্ন,
লড়াই আজ তো পেটের জন্য, কোথায় আজ স্বপ্ন ?
বরুনদেবের বাক্যশূলে বিদ্ধ হল হৃদয়,
অশ্রু হল ফল্গুধারা, ঘনিয়ে এল ভয় ।
অপাংক্তেয় এ দৃষ্টি আমার ব্যাকুল হল আজ,
সত্য এ বর্ষাবাণী, কিসের তরে কাজ ?
তীব্র হল বর্ষণ, কাঁপল মনের বল,
আমার স্বপ্নের চিত্ররেখ কি শুধুই সমতল ?
সরাতে চাই এই চিন্তাভাবনার অনাহুত তোষণ,
বাড়তে দিলাম মস্তিষ্কে ইতিবাচকতার শোষণ।
মোক্ষের পথে আগুয়ান আমি তুচ্ছ এক পথিক,
আমাদের নেই থামতে, নেই কো ভুল ঠিক ।
আবার সেই জেদটা হঠাৎ বুকে এল চেপে,
বর্ষার সেই দাবিকে রক্ত চক্ষু নিল মেপে ।
মন বলল ‘এগিয়ে যা, দেখি তোকে হারায় কোন হনু ?’
আচমকা দেখি বৃষ্টি নেই, পুবে জেগেছে রামধনু ।।
Avatar

Soudip Chatterjee

A perpetual dreamer; A passionate optimist; love to write

More Posts

Related posts

Leave a Comment