আজকের শব্দ / আজকের দৃশ্য

অনুলিখন ১:
আজকের শব্দ : একটা অদ্ভুত শব্দ ! ‘পলতা স্টেশন- পলতা স্টেশন’ !
হঠাৎই চোখ সরে গেলো ট্রেনের জানলা থেকে , নিচে একটা মাঝবয়েসী ছেলে অনেক্ষন থেকেই একই কথা বলে যাচ্ছে , নীচু হয়ে দেখলাম দুটো পা-ই অকেজো ! সবাই হাত বাড়িয়ে সাহায্য করছেন তাঁকে , কিন্তু উঁনি চেষ্টা করছিলেন গেটের কাছে এগোনোর ! কিন্তু অপারগ , অসহায় অবস্থায় এগিয়ে চলছিলেন !
”প্রতিবন্ধী” শব্দ’টা কি খালি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের সুস্থ-অসুস্থতার ওপর নির্ভর করে?
জানিনা কেন মনে হয় , আমরা ,যারা রোজ ওই মানুষগুলিকে মনে করিয়ে দেই এই ‘খুঁত মানুষ’ গুলি স্বাভাবিক নয় !
হাঁটতে চলতে সবজায়গায়ই ওই মানুষগুলোর জন্য তৈরী করা হয় কোটা ! বাস,ট্রেন ট্রামে থাকে , ”প্রতিবন্ধী সিট্” .
আমার তো খুব করে মনে হয় ,আসল অর্থে ”প্রতিবন্ধী” তো আমরাই যারা সব সচল অঙ্গ-প্রত্যঙ্গ সাথে বিকল মস্তিস্ক বহন করে রোজ নতুন নিয়ম ভাঙছি আবার নিজেরাই গড়ছি ! চারপাশে ঘটতে থাকা ন্যায়-অন্যায় গুলোর নিরপেক্ষ সাক্ষী হয়ে রয়ে যাচ্ছি ! এইভাবেই এগিয়ে চলছে ‘সমাজ’ নামক নির্জীব বস্তুটি !
আদৌ কি মানুষ কোনোদিন বুঝতে পারবে বা বুঝতে পারলেও ক’জন ?! এই সমাজে মোমবাতি মিছিলে জমায়েতের লোক বাড়ছে কিন্তু ‘চিৎকারে’ পাশে দাঁড়ানোর লোক নেই! এই সমাজে লোক কমতে কমতে তো ৪ জনের কাজের জায়গায় ১জনে চলে এসেছে ! আর কাঁহাতক !
 এইসব ভাবতে ভাবতেই ট্রেন পৌঁছলো পলতা স্টেশন! নেমে গেলেন ওই ব্যক্তিটি।
আমরা যে যার পয়সার ব্যাগ ঢুকিয়ে নিলাম।।

 

অনুলিখন ২ :
আজকের দৃশ্য : খানিকটা রক্ত ছিটকে পড়লো সামনের হালকা সাদা পাঞ্জাবি পড়া ভদ্রলোকের গায়ে , উনি মুখে অস্বস্তির একটা চিহ্ন নিয়ে দুটো কথা শোনাতে শোনাতে দু-পা পিছিয়ে দাঁড়ালেন ! উল্টোদিকে তখনও চলছিল অসহায় দুটো ডানার ঝাপটানি ! একটু গোঁঙানি আরো একটু ডানা ঝাপটানো এই তো ব্যাস শেষ ! আবার উল্টোদিকের ভদ্রলোক এবার অবশ্য জুলুজুলু চোখে এগোলেন ‘বলছি ভাই আমারটা কিন্তু leg piece , আরেকটু চর্বি দিও বেশ’ ! গিন্নিকে বলেছি আজ একটু অনন্যরকম হবে।
ততক্ষনে গোটা মুরগী পিস্ পিস্ হয়ে কালো পলিথিনের ব্যাগে ! এই যে দাদা আসুন!
হাত ধুঁয়ে পাশে রাখা কাঁচের গ্লাসে মুখ দিলো ছেলেটি , আবার একটা ‘গোঁঙানি’র অবসান ! যেই গোঁঙানি নিয়ে জন্মায় ওটাই একমাত্র নিয়ে যাওয়া যায় হয়তো !
আমাদের অটো রাস্তার র জ্যাম কাটিয়ে এগোলো গন্তব্যের দিকে।
gettyimages-136630365-hot-day-tim-robberts
Avatar

Sathi Saha

লিখতে ভালোবাসি তাই লিখি।

More Posts

Related posts

Leave a Comment