ভালোবাসা তোকে দিলাম আমার ভালোবাসা ;
তুই চাস নি, তবুও দিলাম অযাচিত ভালোবাসা ।
তুই চাস নি, তবুও দিলাম অযাচিত ভালোবাসা ।
চরিত্রহীন ভেবে, তোর চোখে চরিত্রহীনতার ছায়া দেখলাম ;
তবুও আমি তোকে দিলাম ; আমার ভালোবাসা ।
তবুও আমি তোকে দিলাম ; আমার ভালোবাসা ।
দিন যায় , কালে কালে পৃথিবীর অধর সীমায় নেমে আসে তোর অধর ।
দু হাত ভরে তোর হাতে একমুঠো জোনাকি তুলে দিলাম ;
এক নিমেষেই দিলি উড়িয়ে ।তবুও দিলাম অযাচিত ভালোবাসা; ভালোবাসা তোকে ।
ওই যে দূরে বিষবৃক্ষের ছায়ায় আমার স্বপ্নের বাসা ।অনুতাপের আগুনে যদি কোনদিন ফুল হয়ে ঝরে পড়িস আমার আঙ্গিনাতে
সযতনে কুড়িয়ে নেব আমার আঁচলে ।
দু হাত ভরে তোর হাতে একমুঠো জোনাকি তুলে দিলাম ;
এক নিমেষেই দিলি উড়িয়ে ।তবুও দিলাম অযাচিত ভালোবাসা; ভালোবাসা তোকে ।
ওই যে দূরে বিষবৃক্ষের ছায়ায় আমার স্বপ্নের বাসা ।অনুতাপের আগুনে যদি কোনদিন ফুল হয়ে ঝরে পড়িস আমার আঙ্গিনাতে
সযতনে কুড়িয়ে নেব আমার আঁচলে ।
ভালোবাসা তোকে দিলাম আমার ভালোবাসা ।
অযাচিত ভালবাসা কবিতাটি ভালো লাগল।