সবাই আপন সবাই পর
ঘরের ভেতর পৃথক ঘর
স্বপ্নময়!
কাঠের ভেতর লুকিয়ে ঘুণ
ভেতর থেকেই করবে খুন
হবেই ক্ষয়!
ভাঙলে পাথর নতুন পথ
থাকলে থাকুক ভিন্ন মত
তর্ক নয়।
সাপের ফণায় কার্বলিক
ছিটিয়ে দিলেই নও প্রেমিক
অবক্ষয়!
কোষের ভাজেই জটিল ফাঁদ
হড়কে গেলেই মৃত্যু খাদ
শুধুই ভয়।