এতদিনের অপেক্ষার অবসানে তুই এলি…..
কত আলো কত চমক
চারিদিকে বিরাজ করছে
সেই মহালয়াতে শুরু
বীরেন জ্যেঠুর স্তোত্র দিয়ে
সবার মনে কত খুশি
মা আসছে মা আসছে
হৈহৈ রৈরৈ ব্যাপার
বাঁশ, কাপড়, বেত, শন
সরা, ভাঁড়, ড্রাম আরও কত কি
বিজ্ঞাপনের মুখ ঢাকছে আকাশ
টিভির চ্যানেলে
কান পাতা দায়
যেন সবকিছুর অবসান
সব সুজলাং সুফলাং
সেই তুই এসেই গেলি
কোথাও তোর মুখ ঢাকলো কাপড়ে
কোথাও আলোর রোশনাই
এবার তোর বিচারের পালা
কত সেলিব্রিটি
হাতে কলম খাতা
গম্ভীর মুখ
কি অদ্ভুত বিশ্লেষণ
হে হে হে মা
তোর বিচার হয়ে গেল
কোথাও তুই ফার্স্ট কোথাও সেকেন্ড
সুপার স্টার মেগাস্টার
আবার হল অফ ফেম
ষষ্টী গেল এল সপ্তমী
অষ্টমী নবমী একসাথে কাটিয়ে দিলি
এবার মাগো তোর
বিদায়ের পালা দশমীতে….
মা আর বাজবে না
তোর আগমনীর সুর
মারে আর আলো জ্বলবে না ওদের ঘরে
অন্ধকার বছর ধরে
আর চারিদিকে অসুরের দাপাদাপি
তুই তো আর নেই মা
চলে গেছিস শ্বশুরবাড়ি
তবুও বলি তোকে
আসিস মা আবার
এই কটা দিনের আনন্দ
জুটুক মোদের সবার।।