বিষাদ প্রতিমা

durga-puja-wallpaper

এতদিনের অপেক্ষার অবসানে তুই এলি…..

কত আলো কত চমক

চারিদিকে বিরাজ করছে

সেই মহালয়াতে শুরু

বীরেন জ্যেঠুর স্তোত্র দিয়ে

সবার মনে কত খুশি

মা আসছে মা আসছে

হৈহৈ রৈরৈ ব্যাপার

বাঁশ, কাপড়, বেত, শন

সরা, ভাঁড়, ড্রাম আরও কত কি

বিজ্ঞাপনের মুখ ঢাকছে আকাশ

টিভির  চ্যানেলে

কান পাতা দায়

যেন সবকিছুর অবসান

সব সুজলাং সুফলাং

সেই তুই এসেই গেলি

কোথাও তোর মুখ ঢাকলো কাপড়ে

কোথাও আলোর রোশনাই

এবার তোর বিচারের পালা

কত সেলিব্রিটি

হাতে কলম খাতা

গম্ভীর মুখ

কি অদ্ভুত বিশ্লেষণ

হে হে হে মা

তোর বিচার হয়ে গেল

কোথাও তুই ফার্স্ট কোথাও সেকেন্ড

সুপার স্টার মেগাস্টার

আবার হল অফ ফেম

ষষ্টী গেল এল সপ্তমী

অষ্টমী নবমী একসাথে কাটিয়ে দিলি

এবার মাগো তোর

বিদায়ের পালা দশমীতে….

মা আর বাজবে না

তোর আগমনীর সুর

মারে আর আলো জ্বলবে না ওদের ঘরে

অন্ধকার বছর ধরে

আর চারিদিকে অসুরের দাপাদাপি

তুই তো আর নেই মা

চলে গেছিস শ্বশুরবাড়ি

তবুও বলি তোকে

আসিস মা আবার

এই কটা দিনের আনন্দ

জুটুক মোদের সবার।।

download

Avatar

Parichay Kundu

জন্ম ১০ ভাদ্র ১৩৭৬ (২৭ শে অগস্ট ১৯৬৬) বেথুয়াডহরী, নদীয়া ইন্ডিয়া। শিক্ষা : বিএসসি ও পরবর্তীতে মেকানিকাল এঞ্জিনিয়ারিঙে ডিপ্লোমা। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া জীবন। বর্তমানে কেন্দ্রীয় সরকারে কর্মরত। চলার পথে ঘটে যাওয়া ঘটনাগুলি উঠে আসে লেখনীতে।

More Posts

Related posts

Leave a Comment