চাইছি তোমার বন্ধুতা

d3240113-5960-49a4-96ee-9d501807ffae

বাঙ্গালী মানে সকালবেলা চা খেয়েই বাজারে করতে ছোটা,বাজারে এর সব থেকে ভালো মালটা চাই প্রত্যেক বাঙ্গালীর | তার ওপর আজ রবিবার | পৃথিবী উল্টে গেলেও আজ আমার সকালবেলা বাজার করতে যাওয়া চাই | এটা আমার বাবার থেকেই শেখা | বাবা প্রত্যেক রবিবার বাজার করতে যেত | মা কে বলতেও হতো না বাজার করতে যাবার জন্য | তাই স্বভাব তা আমিও পেয়েছি | বাজার এর ব্যাগ তা দুলিয়ে বাজারে ঢোকার সাথে সাথে “দাদা আমার কাছে আসুন,এদিকে ভালো মাল আছে” এর মধ্যে একটা বাবুমশাই টাইপ এর অনুভূতি হয় | বাজারে এ গিয়ে; দর দাম করা,কি যা তা দাম বলছো,মাছ এর কানকো উল্টে দেখার মধ্যে আলাদা একটা মজা,এটা যারা যাই তারাই বোঝে |

তো আজ বাজারে থেকে ফেরার পথে একটা আনন্দ বাজারে পত্রিকা কিনলাম.রোজ তো ইংলিশ পেপার পড়ি | মনে হচ্ছিলো আজ বাঙ্গালীয়ানাটা বেশি করে চেপে বসেছিল | কিনে ফেললাম | বাড়ি ফিরে আলুর চপ,নারকোল দিয়ে মুড়ি খেতে খেতে পেপার টা পড়ছিলাম.| হঠাৎ শব্দছকটা চোখে পড়লো | ছোটবেলায় বাবার সাথে অনেক করেছি | শব্দের এই খেলাটা বাবার থেকেই শেখা | অনেক দিন গেছে আমাদের মধ্যে প্রতিযোগিতা হতো কে কটা ঘর ভর্তি করতে পারে | আজ নিজের চেষ্টাই বেশ অনেক কটা ঘর ভর্তি করলাম.আজ বাবা নেই,মিস করলাম সেই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতাটা | আমার সব থেকে ভালো আর কাছের বন্ধুর জন্য শুভ বন্ধুত্ব দিবস | সারা জীবন এর জন্য – ‘চাইছি তোমার বন্ধুতা’

download

Avatar

Sabyasachi Banerjee

With a degree in Computer Science from WBUT he worked as a Freelance Social media Manager and that is when he realized his passion for writing and blogging and then shifted to full time blogging.

More Posts

Related posts

Leave a Comment