বিন্দু
বিন্দু তে জমেছিল মেঘ,
আগুনে ঝলসেছিল চোখ,
তোরর তাপে যদি পুড়তে দিস আবার..
তবে আমার পুনর্জন্ম হোক….
এক গাছি সোনা।।
– লুকোনো কোনো গ্রন্থি থেকে,কান্না আসে।।
গন্ধ ছড়ায় এই আকাশে,
যেই আকাশে ACID ভাসে,
রুপালী মেঘ ভাসে না।।
নামটা মুখে সোনাগাছি আসে,
এক গাছি সোনা আসে না।।
———————————