বর্শার মাথায় মুন্ডু

বদুরডি থেকে ভোর বেলা উঠেই স্ক্যুটি নিয়ে দৌড় শুরু। রঘুনাথপুর হয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে প্রায় ৫০ কিমি ঝকঝকে রাস্তা পার করতে লাগলো দেড় ঘন্টা। পুরুলিয়ার মতো ঘিঞ্জি শহর পেরিয়ে রাঁচি রোড ধরলাম। এই রাস্তাটার পাশ দিয়ে ট্রেন লাইনে একটা ট্রেনও আমার সঙ্গে কিছুটা ছুটলো । ট্রেনের সঙ্গে রেস করে যে আমিই জিতব এটা বলাই বাহুল্য। আমার কাছে কলা ছিল , এবং চায়ের দোকানের ডিম্ সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করে চললাম বাদামকোদরের দিকে। ঠিক করেছি বেগুনকোদর হয়ে চাসামবাড়ি যাবো সেখান থেকে মুরুগুমা । এই পথ দিয়ে সাধারণত ট্যুরিস্টরা জান না। মুরুগুমা নামটা…

Read More