মাচুপিচু র ইতিহাস বলতে গেলে ইনকা দের ইতিহাস বলতে হয়। যতটা ছোট করে লেখা যায় চেষ্টা করছি। মাচুপিচু কথা টার মানে – Machu মানে পুরনো আর Picchu মানে পাহাড় । আমাজন এর জঙ্গলে ঘেরা এই ছোট দেশ পেরু। সব চেয়ে অবাক করা কথা হলো, আন্দিজ পর্বত মালার ৮০০০ ফুট উঁচুতে তখন কার ইনকা সম্প্রদায় এর মানুষ্ রা এরকম একটা অদ্ভুত শহর কি করে বা কেন বানালো। একটা কথা মনে রাখা দরকার যখন মাচুপিচু শহর টি তৈরী হয় তখন ইনকা রা লোহার ব্যবহার জানত না আর চাকার ও আবিস্কার করতে পারেনি,…
Read More