“If not now, then when? If not you, then who? If we are able to answer these fundamental questions, then perhaps we can wipe away the blot of human slavery,” – এই কথাগুলোর মধ্যে দিয়েই কৈলাস সত্যার্থীর জীবনদর্শন উপলব্ধি করা যায়।
২০১৪ সালে পাকিস্তানী activist Malala Yousafzai এর সাথে বিশ্বশান্তির জন্য নোবেল প্রাইজ পাওয়ার আগে আমরা ক’জনই বা এই মানুষটিকে চিনতাম? কৈলাস সত্যার্থীর কিছু জানা-অজানা তথ্য দিয়ে এই বিরাট মাপের মানুষটিকে খানিকটা চেনানোর প্রয়াস রইল।
- ১১ই জানুয়ারি, ১৯৫৪ সালে, মধ্যপ্রদেশের বিদিশা জেলায় জন্ম কৈলাস শর্মা র।
তো, এই কৈলাস শর্মা কি ভাবে কৈলাস সত্যার্থী হলেন?
As a teenager, তিনি একবার এক ভয়ানক কাণ্ড ঘটিয়েছিলেন। বাড়িতে একবার “উচ্চবর্ণের”প্রতিবেশীদের নিমন্ত্রন করে তাদের তথাকথিত নিম্নবর্ণের/অচ্ছুৎ মানুষদের হাতে তৈরি খাবার পরিবেশন করেছিলেন।নিমন্ত্রিতরা তার সাথে পুরো পরিবারকে boycott করেন। কিশোর কৈলাস অত্যন্ত আঘাত পান এবং সেই বয়সেই সিদ্ধান্ত নেন নিজের পদবী পরিত্যাগ করে সত্যার্থী (“Satyarthi” which means Seeker of Truth) হওয়ার।
- বিদিশার Samrat Ashok Technological Institute থেকে Electrical Engineering এ B.Tech করে তিনি স্নাতকোত্তরে High-Voltage Engineering এ ডিগ্রী অর্জন করেন। এরপর ভোপালের এক ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনা শুরু করেন।
- ছোটবেলা স্কুলে যাবার পথে ছোটো ছোটো বাচ্চাদের পথের ধারে ভিক্ষা করতে দেখে / কাজ করতে দেখে, তার মন কেঁদে উঠত। তখন থেকেই তিনি ঠিক করেছিলেন, বড় হয়ে এই অভাগা শিশুশ্রমিকদের অবস্থা পরিবর্তনের জন্য তিনি কিছু করবেনই।বন্ধুদের নিয়ে তিনি শুরু করেন এক Football Club, the fees for which went to support the education of poor and underprivileged children.
- নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে সত্যার্থী টুইট করেছিলেন – “A tea-boy dares his detractors by becoming the PM of India. Now it’s his turn to ensure that no child is forced to become a child labourer.”
- কলেজে পড়ানো ছেড়ে সত্যার্থী অভাবী ছাত্রদের জন্য সকলের কাছ থেকে পুরনো বই যোগাড় করে একটি Book Club শুরু করেন।
- ১৯৮০ সালে, ‘Bonded Labor Liberation Front’ (an organisation dedicated to free bonded labourers that were forced to work as labourers to pay off their debts.) এর জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি ‘শিশু-অধিকার’ নিয়ে কাজ শুরু করেন and started a movement called “Bachpan Bachao Andolan” (BBA).
- Kailash Satyarthi raided numerous places to free children from slavery. প্রথম দিকে তিনি নিজে একা উ্দ্যোগ নিয়ে শিশু-শ্রমিক উদ্ধারে যেতেন and was beaten up many times but never gave up. “Many body parts were broken in my life time” -he said in an interview.
- একা একা কাজ করতে করতে আস্তে আস্তে অন্যান্য NGO এবং activists দের সাহায্যে Kailash Satyarthi started staging raids on factories and plants and industries যেখানে শিশুদের বাধ্য করা হত কাজ করতে, bonded labour হয়।
- Bachpan Bachao Andolan – যে organisation তিনি তিন দশক আগে, ১৯৮৩ সালে শুরু করেছিলেন, – today is leading the crusade to eradicate child labour and trafficking.
The organisation has over 80,000 members and 750 organisations associated with it, together which support and act for the protection of child rights.
- তৃণমূল স্তর থেকে তৈরি এই Bachpan Bachao Andolan আজ পর্যন্ত has saved over 83,000 children forced in labour and trafficking, আর শুধু তাই নয়, the organisation has also channelised these underprivileged children through various rehabilitation programs.
- In 1990 Kailash Satyarthi join “International Centre of Child Labour & Education” এ, যেই সংস্থা আদতে একটি International group of NGOs, activists, teachers and corporate. তার অধিনায়কত্বে পৃথিবীর ৬০টি দেশব্যাপী শিশুশ্রমিক এর বিরুদ্ধে Global March শুরু হয় এবং পৌঁছায় জেনেভার International Labour Organisation (ILO) তে।
- এই কাজের জন্য বহুরকমের মিথ্যে অপবাদ ও মৃত্যু-পরোয়ানার মুখোমুখি হতে হয়েছে সত্যার্থীকে। তার দুজন সহকর্মীর মৃত্যুও হয়েছে দুষ্কৃতীদের হাতে। কিন্তু অদম্য সত্যার্থী বলেছেন – “Somebody has to accept the challenges whatever dangers are there.”
- ১৯৮৮ সালে সত্যার্থী দলিতদের নিয়ে এক ঐতিহাসিক Nathwada Temple Entry march শুরু করেন। ৪০০ বছর ধরে, ঐ মন্দিরে দলিতদের প্রবেশ নিষিদ্ধ ছিল।রক্ষণশীল উচ্চবর্ণের সমাজ এবং পুরহিতরা সত্যার্থীর দলকে পাশবিক পীড়ন করে।
- ২০০৯ সালে পার্লামেন্ট থেকে “Free and Compulsory Primary Education Bill” পাশ হয়। প্রাথমিক শিক্ষা কে অধিকারের আকার দেওয়ার পিছনে যে মানুষটির মুখ্য ভূমিকা , তার নাম কৈলাস সত্যার্থী।
- কৈলাস সত্যার্থী প্রথম যিনি ইউরোপ এবং আমেরিকাতে দক্ষিন
এশিয়ার তৈরি দ্রব্য , যেগুলি তৈরিতে কোনো শিশু শ্রমিকের হাত নেই, সেগুলির ব্যাবহারকে জনপ্রিয় করেন। ১৯৯৪ সালে, he also shaped up “RugMark” (বর্তমানে যেটি Good Weave নামে পরিচিত)- একটি স্কীম, যেটি certify করে যে বিক্রীত দ্রব্যটি উৎপাদনে কোন শিশুশ্রমিক যুক্ত নয়।
- Bachpan Bachao Andolan এর প্রয়াসে এখনো পর্যন্ত প্রায় ৩৫০ গ্রাম “Model Village” আখ্যা পেয়েছে, যেখানে শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার সাথে শিশুঅধিকার আইন পালিত (যেমন বাল্য-বিবাহ বা কন্যা সন্তান কে অবহেলা র মতন সংস্কারমুক্ত) হয়।
- শুধু শিশুশ্রমিক নয়, তিনি বহু মহিলাকেও শারীরিক নির্যাতন এবং পাচার হয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন।
- Kailash Satyarthi is the face of Global March against Child Labour – a large group of as many as 2000 social-purpose organizations and unions active in 140 countries.
- সত্যার্থী হলেন the first India-born person to have been awarded the Nobel Peace Prize and the seventh Indian Nobel laureate.
- দিল্লীতে বসবাসকারী সত্যার্থী র পরিবারে স্ত্রী, এক পুত্র-পুত্রবধু ও এক কন্যা বর্তমান । শোনা যায়, সত্যার্থী খুব ভালো রান্নাও করেন।
- সত্যার্থী UNESCO র একজন সদস্য এবং Global Partnership of Educationএর একজন বোর্ড মেম্বার।
পরিশেষে,সত্যার্থীর পাওয়া সম্মানগুলির এক পরিসংখ্যান দেওয়া যাক।
Awards won by Kailash Satyarthi
- 2014: Nobel Peace Prize
- 2009: Defenders of Democracy Award (US)
- 2008: Alfonso Comin International Award (Spain)
- 2007: Medal of the Italian Senate (2007)
- 2007: recognized in the list of “Heroes Acting to End Modern Day Slavery” by the US State Department
- 2006: Freedom Award (US)
- 2002: Wallenberg Medal, awarded by the University of Michigan
- 1999: Friedrich Ebert StiftungAward (Germany)
- 1998: Golden Flag Award (Netherlands)
- 1995: Robert F. Kennedy Human Rights Award(US)
- 1995: The Trumpeter Award (US)
- 1994: The Aachener International Peace Award (Germany)
- 1993: Elected Ashoka Fellow (US)