ভালো থাকার সূত্র পাল্টে গেলে
আবছা ঘটনা স্রোত ভেসে যায়
অর্ধশুষ্ক নদীর মতো ,
জীবন জুড়ে শুধু বিষমাখা আখ্যান
জ্যোৎস্না মাখানো নীল সাগরের চোখে
চক চক করে বিদ্রুপ ,
তবুও __
শৌখিন প্রেম খোঁজে তৃপ্তি প্লাবন
লুফে নিতে চায় বাল্য সোহাগ
গ্রীষ্মের গুমোট ছাড়া অন্তহীন সময়
আমার বসতবাড়ীর ঘ্রাণ
আধপেটা ভাত , আর
স্বরলিপি ছাড়া বেদনাবিহীন গান |