আমি

কতদিন পর,কত কাল পর দেখলাম তোমাকে,
দুচোখ ভরে দেখলাম বোকাবাক্স তে বন্দী তুমি …..
তোমার চোখে নেই সেই গ্লানি, মুখে নেই বিরক্তি……
আজ শুধুই হাসি….
কত জয়মালা কত স্তবকে ভরে গেল তোমার হাত …
…. স্মারকপত্র আর রঙীন উত্তরীয়…
ভালো লাগলো,
তুমি আজ কত বিখ্যাত !!
আলোর ঝলকানিতে ঝলকানিতে তুমি
ধরা দিলে সংবাদপত্রে ….
আর এই তো এখন তুমি তোমার দৃঢ় কন্ঠে বলে চলেছো তোমার আদর্শ !
হাততালি… শুধু হাততালি….মনে পড়ে ,
কলেজে পড়ার সময় তোমার এই দৃঢ় কন্ঠ
ছিল আমার প্রথম প্রেম!
তারপর ………
সংসার , ছেলেমেয়ে …….
সত্যি ই ; আমার প্রাণ পুরুষ আজ এক অনন্য পুরুষ ;
শুধু ঐ ঢেউ খেলানো চুলে –
সাদা রঙের পোঁচ আর
মোটা পাওয়ারের চশমাটা ..
সেদিন ছিল না ;
আর ছিল না তোমার আমার মাঝে
এত মাথা, এত হাততালি …তুমি বলেছিলে, তোমার মত করে দৌড়াতে,
তোমার সাথে পা ফেলতে –
বলেছিলে ,
সহধর্মিনী হতে ;
বলেছিলে “এ সব সাফল্যের সাথে সাথেই আসে… মেনে নাও …”
বলেছিলে ,
“এ সব আমার কাজের প্রেরণা …..”
আর –
মিতা,টুনি,শ্যামলীর পর যে এলো তোমার জীবনে – থুড়ি ,আমাদের জীবনে –
কি যেন নাম….মিসেস লিপি…
নাম দিয়েছিলে ‘লিপ্সা’- পাওয়ার ইচ্ছা. .
রাস্তায় একদিন আমায় দেখে কি বিদ্রুপেই না সে হেসেছিলো !!জানো , এর পরও …. আমার একমাত্র দিদি
সে- ও ,সেও বলেছিলো –
“আরে , ওসব একটু আধটু বিখ্যাত মানুষদের হয়… মেনে নে..”
– তবু আমি মানতে পারিনি ;
তুমি চলে গেলে –
তোমার সাফল্য আমার চারপাশ ফাঁকা করে
নিয়ে গেল তোমার পাশে –
তাই আজ এত মাথা এতো হাততালি …
আর –
আমি একা -তবু,
আমার গর্বে বুক ফুলে উঠছে –
দুচোখে বইছে আনন্দাশ্রু
এ যে কি আনন্দ …
না ;
এ তোমার জন্য নয় –
এ নিজের জয়ে..
আমি পেরেছি সত্যি ই আমি পেরেছি
একা পথ চলতে …
তোমার এত সাফল্য, এত মান- যশ প্রতিপত্তি…
স— ব, সব উপেক্ষা করে,
আমি একা হতে পেরেছি….
তোমার সহধর্মিনী হতে আমি চাইনি –
তাই স্বধর্মী হতে পেরেছি .
হও তুমি মহাপুরুষ –
নাই বা দিলাম পোজ তোমার পাশে ,
তোমার বউ সেজে –
আমি চিরবিদ্রাহিনী –
থাকি না আমার প্রথম পাওয়া
সেই মুখখানি নিয়ে –
আমি জানি,
একমাত্র আমি ই পেয়েছি তোমার মুখখানি;
আর সবাই তো পেয়েছে তোমার ওই
মুখোশটা !!!!
Avatar

Suparna Pradhan

আমি সুপর্ণা প্রধান । পশ্চিমবঙ্গের এক মফঃস্বলে (কৃষ্ণনগর ) ১৯৭৮ সালের ৯ ই মে আমার জন্ম । ডিপ্লোমা ইন্জিনীয়ারীং করলেও চাকরীতে মন ছিলো না কখনই । পরিবার সামলে মনের খিদে মিটতো অবসরে দু' এক পাতা লিখে । এই সুবিশাল পৃথিবীতে প্রতিটা অনু পরমানুর সাথে এভাবেই সই পাতিয়েছি, আগামীতেও চাই সকলের শুভকামনা সাথে নিয়ে একই ভাবে ভাবনার তরী ভাসিয়ে দিতে .....

More Posts

Related posts

Leave a Comment