২০১৬-তে আহমাদাবাদে একটা কাজে শর্ট ট্যুরে গিয়ে এদিক ওদিক টুরিস্ট স্পটগুলো ঘুরে নিচ্ছিলাম আরকি। তখনই যাই “আদলাজ ভাভে”, একটা স্টেপ-ওয়েল। যাওয়ার পথেই স্বভাবসিদ্ধভাবে যেখানে যাচ্ছি সেই জায়গাটা সম্পর্কে একটু খোঁজাখুঁজি করছিলাম। তবে নেটের ঝামেলায় কোনো পেইজই ওপেন হলো না। ভাভে গিয়ে কেন জানিনা মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল বারেবারে। এদিকে ফিরে আসতে মন চাইছিল না। হোটেলে ফিরে এসে সেদিন এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরদিন ঘুম ভাঙ্গতেই খুব কান্না পাচ্ছিল। কারণ বুঝতে কিছুটা সময় লাগল। রাতের দেখা স্বপ্নটা মনে পড়ে গেল। এর কদিন পরে বাড়ি ফিরে এসে ক্যামেরা থেকে ফটোগুলো ল্যাপটপে…
Read More