(ছবিগুলো বেশ পুরোনো এবং খারাপ , মার্জনা করবেন ) বেশ কয়েকমাস আগে থেকে ট্রেনের টিকেট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কেটে কয়েকটা কনফার্ম আর দুএকটা RAC টিকিট পাওয়া যেত। বাবা ফিরেই বলতো এবার দার্জিলিং যাবো , টিকিট হয়েছে কিন্তু দুটো RAC আছে। পুজোর গন্ধ নাকে আসার আগেই টিকিট বাড়িতে আসতো। দুটো বড়ো ব্যাগ এর সঙ্গে কয়েকটা ছোটোখাটো ব্যাগ আর কয়েকটা জলের বোতল নিয়ে হাওড়া স্টেশনের বড়ো ঘড়ির তলায় বা শিয়ালদাহ স্টেশনের গেট পার করে অন্য কাকুদের অপেক্ষায় দাঁড়াতে হতো। কেউ না কেউ দেরি করে আসবেন, তার টেনশনটা বাড়তি পাওনা। ট্রেনে ওঠার…
Read More