এইভাবেই আমি উঁকিঝুঁকি মারবো শীর্ণ প্রাচীন আড়াল-আবডাল থেকে,
যে যাই বলুক; আমার শিকড় এইখানেতেই প্রথিত থাকবে,
উপড়ে ফেলতে পারবেনা কেউই!
যদি কখনো কালবোশেখি আসে,
ছিন্ন হবেনা আমার জীবনতার।
সমস্ত আকাশজুড়ে উচ্চারিত হবে একটুকরো আগাছার অমরত্বের বাণী….
এইভাবেই আমি উঁকিঝুঁকি মারবো শীর্ণ প্রাচীন আড়াল-আবডাল থেকে,
যে যাই বলুক; আমার শিকড় এইখানেতেই প্রথিত থাকবে,
উপড়ে ফেলতে পারবেনা কেউই!
যদি কখনো কালবোশেখি আসে,
ছিন্ন হবেনা আমার জীবনতার।
সমস্ত আকাশজুড়ে উচ্চারিত হবে একটুকরো আগাছার অমরত্বের বাণী….