যদি কখনো কালবোশেখি আসে

এইভাবেই আমি উঁকিঝুঁকি মারবো শীর্ণ প্রাচীন আড়াল-আবডাল থেকে,
যে যাই বলুক; আমার শিকড় এইখানেতেই প্রথিত থাকবে,

উপড়ে ফেলতে পারবেনা কেউই!
যদি কখনো কালবোশেখি আসে,
ছিন্ন হবেনা আমার জীবনতার।

সমস্ত আকাশজুড়ে উচ্চারিত হবে একটুকরো আগাছার অমরত্বের বাণী….

Avatar

Kusum Pal

Name:Kusum Pal. Studies: Anthropology Honours. College: Contai Prabhat Kumar college. Lives in: Contai,East Medinipur. Interested in: photography and writing poems/stories.

More Posts

Related posts

Leave a Comment