মেঘ মহোচ্ছ্বাস

images-4
মেঘের ঘরে ঢুকতে গিয়ে প্রেম জড়ালো মনে
মধ্যাহ্ন বিছিয়েছে অপরাহ্ণের মায়াবি চাদর ,
তোকে দেখে নিরাভরণ নারী মন টলমল করে
নিষ্পলক পাহাড়ের দৃষ্টি অগ্রাহ্য করে
শরীর থেকে ধীরে ধীরে খসে যায় কুমারী লজ্জা ,
তোর স্পর্শের শিহরণে স্বপ্ন পূরণের জাদু
সোহাগে মাটিগর্ভের মায়াবী শীতলতা ,
আবছা আলোয় দূরন্ত পাহাড়ী হাওয়ার দাপাদাপিতে
ছড়িয়ে পড়ে শীতমনের মেঘ মহোচ্ছ্বাস
তৃপ্তির ঘরে চুপিসারে আমার নতুন সহবাস |
Avatar

মৌসুমী ষড়ঙ্গী চক্রবর্তী

আমি মৌসুমী ষড়ঙ্গী চক্রবর্তী ওরফে মনি ষড়ঙ্গী | বাংলা সাহিত্য নিয়ে এম,,এ পড়া সঙ্গে বি,এড | শিক্ষকতা ছেড়ে মুম্বাই আসা | কবিতা ও ছোট গল্প লিখতে ভালোবাসি | আবৃত্তি করতে খুব পছন্দ করি |

More Posts

Related posts

Leave a Comment