
মেঘের ঘরে ঢুকতে গিয়ে প্রেম জড়ালো মনে
মধ্যাহ্ন বিছিয়েছে অপরাহ্ণের মায়াবি চাদর ,
তোকে দেখে নিরাভরণ নারী মন টলমল করে
নিষ্পলক পাহাড়ের দৃষ্টি অগ্রাহ্য করে
শরীর থেকে ধীরে ধীরে খসে যায় কুমারী লজ্জা ,
তোর স্পর্শের শিহরণে স্বপ্ন পূরণের জাদু
সোহাগে মাটিগর্ভের মায়াবী শীতলতা ,
আবছা আলোয় দূরন্ত পাহাড়ী হাওয়ার দাপাদাপিতে
ছড়িয়ে পড়ে শীতমনের মেঘ মহোচ্ছ্বাস
তৃপ্তির ঘরে চুপিসারে আমার নতুন সহবাস |
মধ্যাহ্ন বিছিয়েছে অপরাহ্ণের মায়াবি চাদর ,
তোকে দেখে নিরাভরণ নারী মন টলমল করে
নিষ্পলক পাহাড়ের দৃষ্টি অগ্রাহ্য করে
শরীর থেকে ধীরে ধীরে খসে যায় কুমারী লজ্জা ,
তোর স্পর্শের শিহরণে স্বপ্ন পূরণের জাদু
সোহাগে মাটিগর্ভের মায়াবী শীতলতা ,
আবছা আলোয় দূরন্ত পাহাড়ী হাওয়ার দাপাদাপিতে
ছড়িয়ে পড়ে শীতমনের মেঘ মহোচ্ছ্বাস
তৃপ্তির ঘরে চুপিসারে আমার নতুন সহবাস |