লেখকের জন্মস্থান শ্রীরামপুর। শৈশবের কয়েক বছর এবং যৌবনের কয়েক বছর কেটেছে কোন্নগরে। কৈশোর অতিবাহিত হয়েছে উত্তর কলকাতায়। পিতার থেকে সাহিত্যের অনুপ্রেরণা লাভ। কলকাতার বাগবাজার অঞ্চলের মহারাজা কাশিম বাজার বিদ্যালয়ে শিক্ষালাভ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী। দিল্লি থেকে ম্যানেজমেন্টের পড়াশোনা।
বাংলা নাটকের প্রতি অনুরাগ এবং ‘পূর্বক্ষণ’ নাট্য সংস্থার গঠন। গ্রামে, গঞ্জে নাটক করতে গিয়ে খুব কাছের থেকে মানুষের জীবনটাকে দেখেছেন। নাট্যজগতে সুনাম অর্জন করেছেন। লেখকের পরিচালিত নাটক বহু জায়গায় পুরস্কৃত হয়েছে। বহু জ্ঞানী, গুণী মানুষের সান্নিধ্য ও ভালবাসা লাভ করেছেন। ছোটবেলা থেকেই কবিতা লেখা শুরু। চাকরি করতে দিল্লি আসা। দিল্লিতে ‘মাতৃমন্দির সমিতি’-র সংস্পর্শে আসার পর বিগত ১৬ বছর ধরে ‘মাতৃমন্দির সংবাদ’ নামে একটি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদনা করে চলেছেন। ‘মাতৃমন্দির সংবাদ’ দিল্লি থেকে প্রকাশিত একমাত্র পারিবারিক পত্রিকা। এই ত্রৈমাসিক পত্রিকার কয়েক হাজার কপি দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। পত্রিকা সম্পাদনায় তাঁর পারদর্শিতার কথা কলকাতা ও দিল্লির সংস্কৃতি সম্পন্ন বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন নামী পত্র-পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। তিনি শুধু বড়দের জন্যই লেখেননি, তাঁর ছোটদের জন্য লেখাও নিয়মিত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। দিল্লিতে প্রতিমাসে ‘সৃষ্টি’ নামে একটি সাহিত্য সভা পরিচালনা করেন।
আনন্দমেলা, আনন্দবাজার, কিশোর ভারতী, শুকতারা, দৈনিক বর্তমান, সাপ্তাহিক বর্তমান, তথ্যকেন্দ্র, নবকল্লোল, প্রসাদ, মাসিক বসুমতী, চির সবুজ লেখা (পশ্চিমবঙ্গ শিশু কিশোর আকাদেমি), প্রাত্যহিক খবর, কথা সাহিত্য, আলাপপর্ব, হুটোপুটি, ছেলেবেলা, কিচিরমিচির, দিগঙ্গন (নতুন দিল্লি),লং জার্নি এবং অন্যান্য অনেক ছোট-বড় পত্র-পত্রিকায় ছোটদের ও বড়দের জন্য লেখা (প্রবন্ধ, গল্প ও কবিতা) পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি ইত্যাদি রাজ্যে নিয়মিত প্রকাশিত হয়।
২০০৮ সালে উত্তরবঙ্গ নাট্যজগৎ দ্বারা বিশিষ্ট সাহিত্যিক ও সম্পাদক হিসেবে সম্মানিত।
২০০৯ সালে দিল্লির সর্বভারতীয় মিলন মেলায় ‘সোনার তরী’ টি.ভি. চ্যানেল (Exposure & Exposition Media Pvt. Ltd.) দ্বারা সম্পাদক হিসেবে সম্মানিত।
২০১১ সালে ভারত-বাংলাদেশ সাহিত্য সংহতি সম্মান লাভ।
২০১১ সালে ছোটদের গল্পের জন্য ‘টুকলু’ পত্রিকার পুরষ্কার লাভ।
২০১২ সালে ‘বরুনা অসি’-র গল্প প্রতিযোগিতায় পুরষ্কার লাভ।
২০১৩ সালে সাহিত্যিক হিসেবে বঙ্গীয় সমিতি, দিল্লি দ্বারা স্বর্গীয় জানকী নাথ ভট্টাচার্য স্মৃতি
সম্মান লাভ।
২০১৫ সালের কুচবিহারের পূর্বোত্তর আকাদেমি-র “মিনতি নন্দী স্মৃতি পুরষ্কার” লাভ।
২০১৭ সালে ‘লেখার রংবাজি’ প্রতিযোগিতায় ইনাডু (ইটিভি) দ্বারা পুরষ্কৃত।
প্রকাশিত বই - ‘অদ্ভুত সব দ্বীপের কথা’, প্রকাশ – ডিসেম্বর ২০১২
- ‘বিশ্বের বিস্ময়’, প্রকাশক – লালমাটি, প্রকাশ-বইমেলা ২০১৫
- ‘দেশ-বিদেশের ভূত’ – প্রকাশের পথে
More Posts