বেশ তো তোর রংবাজি আজ আকাশজুড়ে
__ জলদ অহংকার !!!
সত্যি বলছি , আমার শুধু
তোকে একটু ছুঁয়ে থাকার অঙ্গীকার ।
যতই আমায় বলিস্ যাতা __
বুদ্ধিহীন মাথামোটা , বেশ করেছি
বর্ষাতিটা ভাসিয়েছি নদীর জলে
চিলেকোঠায় লুকিয়েছি ছাতা – – –
আর কত কি ? বলব না যাঃ
ছাড় না ওসব ,তোর রঙ্গ ব্যাঙ্গে সময় ভঙ্গ
দে না আমায় , আদুরে -আঙুল ভেজা -পালক
নির্জন -রাত , আর বিছানা -বালিশ
একটি চাদরে
___ তোর সঙ্গ ।