বাঁশিওয়ালা

Flute Player

 

তোমার বাঁশির আধভেজা সুর

আনমনে পথ চলছিলো, তার

হাত ধরেছি, হাতের ভেতর

মুখ লুকিয়ে, ভেজা পাতার

চোখের জলে তোমায় দেখি।

 

দেখি, তুমি ডাকছ আমায় হাতছানিতে

আধসারা কাজ রইল পড়ে

চলতে থাকে নেশার ঘোরে,

টানছো আমায়, চলছি ভেসে বানভাসি,

না জানি কোন সমুদ্দুরে যাচ্ছি চলে

যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে

অরফিয়ুসের ঐ বাঁশি।

Avatar

পুষ্পশ্রী মুখার্জী

সুখী ঘরণীর মুখোশের আড়ালে যে মুখটা রঙ ছুঁয়ে থাকতে চায়।

More Posts

Related posts

Leave a Comment