ফাগুনে আগুন লাগিয়ে যে পথ
এঁকে বেঁকে চলে গেছে ওই সুদূরে ,
প্রোষিতভর্তৃকা জানালার পাশে দাঁড়ায়ে
প্রতিক্ষায় দিন গোনে ।
মুখ থমথম চোখ ছলছল
ঝাপসা দৃষ্টি মনের আকুতি
পলাশ মল্লিকা যূথি
শুধায় সবারে দেখেছ কি তারে ?
দু আঁখিতে জোয়ারের ঢল
পবন হিল্লোল দোলা দেয় মন
চন্দন সুবাস , বিরহী সুদূর পিয়াস
মনে মিলনের আশ ।
দিন যায় রাত আসে
নিশুতি আঁধার শয্যায় মেশে
প্রোষিতভর্তৃকা বসে থাকে জানালার পাশে ।
এই ফাগুনে প্রিয় যে তার পরবাসে ।