না

সতীত্বের  সংকটে  পড়ে  বার  বার  অগ্নি  পরীক্ষা  দিয়েছিলে  ,
সেই  থেকে  সতীত্বের সংকটে ভোগা শুরু ।
সৌমিত্রি  বিরহে  যুগ  কাটিয়ে ত্যাগের  দৃষ্টান্ত  হলে ।
সেই  থেকে  ত্যাগের  তকমা  জুটল  ।
মা  বলেছিলেন  , ভাগ  কোরে  খাও ।
তুমি  পাঁচ  স্বামী  নিয়ে  সংসার  করলে ,
সেদিন  থেকে  আপসের  সাথে  সন্ধি ।
আমার  সাথে  তোমার  নাম  নেওয়া হবে ।
তুমি কলঙ্কের ভাগি হয়ে বাঁশির  সুর হলে ।
অধিকার  বিসর্জনের  শুরু  ।
সেদিন তোমরা যদি  ‘না’  শব্দ টা   বলতে  ,
তবে  আজকের  ইতিহাস  অন্য  কথা  বলতো  ।
‘না’  শব্দ  সম্মানিত  হোত  ।
Avatar

Jharna Mukherjee

ঝর্ণা মুখার্জী - লেখাপড়া হিন্দি মাধ্যমে হলেও বাংলা সাহিত্যের উপর বরাবরই ঝোঁক ছিল ।সহজ ও সরল ভাষায় কবিতা লেখাই পছন্দ করি; যাতে প্রত্যেক মানুষ কবিতার রসাস্বাদন করতে পারেন । বাংলা লতিফা লিখতেও খুব ভালো লাগে ।

More Posts

Related posts

Leave a Comment