সতীত্বের সংকটে পড়ে বার বার অগ্নি পরীক্ষা দিয়েছিলে ,
সেই থেকে সতীত্বের সংকটে ভোগা শুরু ।
সৌমিত্রি বিরহে যুগ কাটিয়ে ত্যাগের দৃষ্টান্ত হলে ।
সেই থেকে ত্যাগের তকমা জুটল ।
মা বলেছিলেন , ভাগ কোরে খাও ।
তুমি পাঁচ স্বামী নিয়ে সংসার করলে ,
সেদিন থেকে আপসের সাথে সন্ধি ।
আমার সাথে তোমার নাম নেওয়া হবে ।
তুমি কলঙ্কের ভাগি হয়ে বাঁশির সুর হলে ।
অধিকার বিসর্জনের শুরু ।
সেদিন তোমরা যদি ‘না’ শব্দ টা বলতে ,
তবে আজকের ইতিহাস অন্য কথা বলতো ।
‘না’ শব্দ সম্মানিত হোত ।
