না যাবনা, আর যাব না,
এ মিথ্যে নয়,না কল্পনা।।
চকমকিতে আগুন জ্বলুক,
রক্তক্ষরণ চলছে, চলুক।
বিষ বলে রোজ মদ গিলেছি,
না। অমন বোকা আর হব না।।
অল্প কয়েক বছর আগে,
কালচে ছোপ ও স্বপ্ন আঁকে,
চেনা ওইই সেই পথের বাঁকে,
কাকতাড়ুয়া আর আসে না
..
না। ও পথে আর যাবনা।।
সাদা কালো জীবনী লিখেই,
সুখি,
ওই লাল নীলে,তালে গোলে,
না।। না।। আর যাব না।